দাদার শহরে পা রেখে সৌরভকে নিয়ে বড় কথা বলেন পন্থ! জানালেন একাধিক অজানা বিষয়

Last Updated:

Rishabh Pant: কলকাতায় পা রেখে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এলএসজি দলের প্লেয়ার ও কর্তারা। সেখানেই নিজের জীবনের একাধিক দিক তুলে ধরার পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করলেন ঋষভ পন্ত।

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: কেকেআরের বিরুদ্ধে খেলতে বর্তনাবে শহরে রয়েছেন আইপিএলের ইতিহাসে সলথেকে দামি ক্রিকেটার ঋষভ পন্থ। নিলামে ২৭ কোটি দাম উঠলেও এখনও পর্যন্ত ব্যাট হাতে চেনা ফর্মে নেই পন্থ। তবে কলকাতায় পা রেখে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এলএসজি দলের প্লেয়ার ও কর্তারা। সেখানেই নিজের জীবনের একাধিক দিক তুলে ধরার পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করলেন ঋষভ পন্ত।
দিল্লি ক্যাপিটালসে থাকাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন ঋষভ পন্থ। শ্রেয়স আইয়ার দিল্লি ছাড়ার পর পন্থকে দিল্লির অধিনায়ক করার পেছনে বড় হাত ছিল সৌরভের। এখন দুজনেই আর দিল্লি দলে নেই। তবে দাদার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা এতটুকু কমেনি পন্থের। দাদার জীবনের নানা লড়াইয়ের কথা যে তিনি ভাল মতন জানেন তা অনুষ্ঠানে যোগ দিয়ে জানান পন্থ।
advertisement
একইসঙ্গে খেলার মাঠে কুসংস্কার নিয়ে প্রসঙ্গ উঠলে তখনও সৌরভের কথা বলেন ঋষভ পন্থ। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পন্থ বলেন,”আমি বাঁ পা আগে ফেলে চলি। এটাই আমার সংস্কার।’ পন্থ সেই সময় হাসতে হাসতে মজার ছলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কুসংস্কার সম্পর্কেও বলেছেন। তারকা ব্যাটার বলেব,”সৌরভ স্যারের অনেক সংস্কারের কথা শুনেছি। তবে আমার ততটা নেই।”
advertisement
advertisement
এছাড়াও পন্থ বলেন,”রোজ সকালে উঠে ভগবানকে ধন্যবাদ দিই। আর নিজের কাজটা মন দিয়ে করি। আশপাশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। পড়তে ভালোবাসি। নতুন নতুন বিষয় জানার চেষ্টা করি।” ক্রিকেট ছাড়া টেনিস খুব পছন্দ পন্থের। ক্রিকেটার না হলে টেনিস খেলতেন বলে জানিয়েছেন তিনি। রোনাল্ডো ও মেসির মধ্যে মেসি বেশি পছন্দের হলেও,রোনাল্ডোর থেকে অনেক বেশি শেখার আছে বলে মনে করেন পন্থ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দাদার শহরে পা রেখে সৌরভকে নিয়ে বড় কথা বলেন পন্থ! জানালেন একাধিক অজানা বিষয়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement