কুইন্সটাউন: ব্যাট হাতে ২২ গজ কাঁপালেন বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরি করে গড়লেন নতুন রেকর্ড ৷ তবে রিচার রেকর্ড সত্ত্বেও দল জিততে ব্যর্থ ৷ ফলে মিতালি রাজদের বিরুদ্ধে এক দিনের সিরিজে ৪-০-তে এগিয়ে গেল নিউজিল্যান্ড (Richa Ghosh Slams the Fastest Fifty by an Indian Batter in Women's ODI) ৷
আরও পড়ুন-Savings Account: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কখন বাড়তে পারে? জানুন বিশদে
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ২০-তে ৷ ব্যাট হাতে বাংলার মেয়ে দাপট দেখালেও ভারতীয় দল জিততে ব্যর্থ ৷ কুইন্সটাউনে এদিন ২৯ বলে ৫২ রান করেন রিচা ৷ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৬ বলেই ৷ মহিলাদের ক্রিকেটে যা রেকর্ড ৷ এর আগে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে এই নজির গড়তে পারেননি ৷ যা করে দেখালেন রিচা ৷
5⃣2⃣ Runs 2⃣9⃣ Balls 4⃣ Fours 4⃣ Sixes@13richaghosh etched her name in record books as she became the fastest Indian to score a WODI Fifty in 2⃣6⃣ balls. 🔝 👏#TeamIndia | #NZWvINDW
Scorecard ➡️ https://t.co/zyllD1fXxU pic.twitter.com/3w1q4dXEzN — BCCI Women (@BCCIWomen) February 22, 2022
আরও পড়ুন-দু'মাসে দ্বিতীয়বার এফডি-তে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক, জেনে নিন কত!
রিচা রান পেলেও পরে ব্যাট করে ৭.৫ ওভারে ১২৮ রানেই অল-আউট হয়ে যায় ভারত ৷ নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ৩৩ বলে ৬৮ রান করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ৷ নিউজিল্যান্ড সফরে গিয়ে একের পর এক ম্যাচ হেরেই চলেছে মিতালির ভারত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Richa Ghosh