মেয়েদের বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা বাংলার রিচার, গর্বিত শিলিগুড়ি

Last Updated:

Richa Ghosh only Indian and subcontinent cricketer to get in T20 team of the tournament. মেয়েদের বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা বাংলার বিচার, গর্বিত শিলিগুড়ি

মেয়েদের বিশ্বকাপের সেরা দলে জায়গা পেলেন রিচা
মেয়েদের বিশ্বকাপের সেরা দলে জায়গা পেলেন রিচা
মুম্বই: সদ্য সমাপ্ত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে স্থান পেলেন ভারতের মধ্যে একমাত্র রিচা ঘোষ। শুধু ভারত নয়, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ উপমহাদেশের এই চারটি দলের মধ্যে সেরা একাদশে স্থান পাওয়া একমাত্র ক্রিকেটার তিনি। ধারাভাষ্যকার ইয়ান বিশপ, মেলানি জোন্স, এবোনি রেইনফোর্ড - ব্রেন্ট, সাংবাদিক ফিরদোস মুন্ডা, আইসিসি মহিলা ক্রিকেটের ম্যানেজার স্নেহাল প্রধান ( যিনি আহবায়ক হিসেবে কাজ করছেন ) বিশ্বকাপে সেরা প্রদর্শনকারীদের নিয়ে এই সেরা একাদশ নির্বাচন করেছেন।
আইসিসির ওয়েবসাইটে সমর্থকরাও ভোট দিয়েছেন। এই বিশ্বকাপে ৫ ম্যাচে ১৩৬ রান করেছেন রিচা। তার ব্যাটিং গড় ছিলো ৬৮। রিচা ঘোষ ভারতীয় দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেললেও, বিশেষজ্ঞদের তৈরি একাদশে তাকে লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেট-রক্ষক ওপেনিং ব্যাটার এলিসা হিলি উইকেটের পিছনে থাকছেন।
আরও পড়ুন - ইস্টবেঙ্গল বধ অতীত, এবার কলিঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু এটিকে মোহনবাগানের
বিশ্বকাপে গ্রূপ পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিচা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জেমাইমা রড্রিগসের সঙ্গে তার পার্টনারশিপের জেরেই ভারত ম্যাচ জেতে। টুর্নামেন্টের সেরা একাদশের মধ্যে যারা রয়েছেন তারা হলেন - তাজমিন ব্রিটস ( দক্ষিণ আফ্রিকা ) - ৩৭ .২০ ব্যাটিং গড়ে ১৮৬ রান করেছেন, এলিসা হিলি ( উইকেট রক্ষক, অস্ট্রেলিয়া) - ৪৭.২৫ ব্যাটিং গড়ে ১৮৯ রান করেছেন, ৪ টি আউট করেছেন, লরা উওলভার্ডট ( দক্ষিণ আফ্রিকা ) -৪৬ এর ব্যাটিং গড়ে ২৩০ রান করেছেন, ন্যাট স্কিভার ব্রান্ট ( অধিনায়ক, ইংল্যান্ড ) - ৭২ এর ব্যাটিং গড়ে ২১৬ রান করেছেন।
advertisement
advertisement
advertisement
এশলে গার্ডনার (অস্ট্রেলিয়া) - ৩৬.৬৬ ব্যাটিং গড়ে ১১০ রান করেছেন ও ১২.৫০ বোলিং গড়ে ১০ উইকেট নিয়েছেন, রিচা ঘোষ ( ভারত ) - ৬৮ এর ব্যাটিং গড়ে ১৩৬ রান করেছেন। সফি একলেস্টোন ( ইংল্যান্ড ) -৭.৫৪ বোলিং গড়ে ১১ উইকেট নিয়েছেন, করিশমা রামহারাক ( ওয়েস্ট ইন্ডিজ ) - ১০ এর বোলিং গড়ে ৫ উইকেট নিয়েছেন, শাবনিম ইসমাইল ( দক্ষিণ আফ্রিকা ) -১৬.১২ বোলিং গড়ে ৮ উইকেট নিয়েছেন।
advertisement
ডার্সি ব্রাউন ( অস্ট্রেলিয়া ) - ১৫ এর বোলিং গড়ে ৭ উইকেট নিয়েছেন, মেগান স্কাট ( অস্ট্রেলিয়া ) - ১২.৫০ বোলিং গড়ে ১০ উইকেট নিয়েছেন। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে আয়ারল্যান্ডের ওরলা প্রেনডারগাস্টকে, যিনি ২৭ এর সামান্য বেশি ব্যাটিং গড়ে টুর্নামেন্টে ১০৯ রান করেছেন ও ৩ টি উইকেট নিয়েছেন।
রবিবার কেপটাউনের নিউল্যান্ডসে ফাইনালে ১৯ রানে আয়োজক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পরপর তিনবার ও ষষ্ঠবারের জন্য মহিলা টি-২০ বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া। অজিদের কাছেই সেমিফাইনালে হরমনপ্রীতরা ৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেয়েদের বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা বাংলার রিচার, গর্বিত শিলিগুড়ি
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement