Reliance Jio: ইডেনে নেটওয়ার্ক আরও শক্তিশালী করল জিও, দর্শকরা পাবেন উন্নত 4G, 5G ও ওয়াই-ফাই পরিষেবা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Reliance Jio: ইডেনের স্টেডিয়ামে বসেই দর্শকরা লাইভ স্ট্রিমিং দেখতে, ভিডিও কল করতে বা খেলার মুহূর্ত শেয়ার করতে পারবেন
কলকাতা: আইপিএল শুরু হয়ে গিয়েছে, ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দেশ! কলকাতাও তার ব্যতিক্রম নয়। ইডেনে খেলা দেখতে গেলে নেটওয়ার্ক সমস্যা যাতে না হয়, সে জন্য রিলায়েন্স জিও বড় পদক্ষেপ করেছে।
ইডেনে প্রায় ৭০ হাজার দর্শকের বিশাল ভিড় হলেও নেটওয়ার্ক ঠিক রাখার জন্য 4G এবং 5G নেটওয়ার্ক আরও শক্তিশালী করা হয়েছে। সঙ্গে থাকছে পাবলিক ওয়াইফাই পরিষেবাও। ফলে স্টেডিয়ামে বসেই দর্শকরা লাইভ স্ট্রিমিং দেখতে, ভিডিও কল করতে বা খেলার মুহূর্ত শেয়ার করতে পারবেন।
স্টেডিয়ামে ওয়াই-ফাই, দেশজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক: জিও শুধু মোবাইল নেটওয়ার্কই নয়, ইডেনে বিশেষ পাবলিক ওয়াই-ফাইও চালু করেছে। ফলে দর্শকরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যা খেলা উপভোগের অভিজ্ঞতা আরও স্মরণীয় করে তুলবে।
advertisement
advertisement
শুধু ইডেন নয়, দেশের বড় এবং প্রধান স্টেডিয়ামগুলিতে ২ হাজারের বেশি ডেডিকেটেড সেল তৈরি করেছে জিও। এর ফলে হাই স্পিড 5G ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন সংযোগ উপভোগ করতে পারবেন দর্শকরা।
জিও আগেও প্রমাণ করেছে যে, বিশাল জনসমাগমেও তারা নির্ভরযোগ্য ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম। হাতের কাছেই মহাকুম্ভের উদাহরণ রয়েছে। Ookla রিপোর্ট অনুযায়ী, জিও ২০১.৮৭ Mbps-এর গড় ডাউনলোড স্পিড দিতে পারে, যা এয়ারটেলের ১৬৫.২৩ Mbps-এর তুলনায় অনেক বেশি।
advertisement
আইসিসি ক্রিকেট ফাইনালের সময় জিও একদিনে রেকর্ড ৫০ কোটি জিবি ডেটা পরিচালনা করেছে, যা ইতিহাসের অন্যতম বৃহৎ ডেটা ব্যবহারের ঘটনা। এতে প্রমাণ হয় যে জিওর নেটওয়ার্ক শক্তিশালী ও স্থিতিশীল, এমনকি বিশাল ভিড়েও।
জিওর উন্নত প্রযুক্তির নেপথ্যে রয়েছে তাদের নিজস্ব উদ্ভাবনী ব্যবস্থা, যার মধ্যে রয়েছে স্বদেশীয় 5G কোর প্রযুক্তি, সম্পূর্ণ স্বাধীন ও অত্যাধুনিক 5G নেটওয়ার্ক। AI/ML প্ল্যাটফর্ম রয়েছে যা স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত নেটওয়ার্ক পারফরম্যান্স দেয়। ক্লাউড অবকাঠামোও অনেক উন্নত, আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন সংযোগ পাওয়া যায়। ক্লাউড-নেটিভ প্রোবিং সলিউশনও রয়েছে যাতে উন্নত নেটওয়ার্ক পর্যবেক্ষণ ও স্থিতিশীলতা বজায় রাখা যায়।
advertisement
এই অত্যাধুনিক প্রযুক্তির কারণে জিও ব্যবহারকারীরা পাচ্ছেন সবচেয়ে নির্ভরযোগ্য, দ্রুত এবং উন্নত 5G পরিষেবা, যা ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করছে। এবার ইডেন হোক কিংবা যে কোনও স্টেডিয়াম, ক্রিকেটপ্রেমীদের জন্য জিও তৈরি রেখেছে সেরা ডিজিটাল অভিজ্ঞতা!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 3:09 PM IST