RCB vs CSK: ম্যাচের মাঝে লাভ স্টোরি! আরসিবির ভক্ত প্রেমিককে মাঠেই প্রোপোজ মহিলা সমর্থকের

Last Updated:

RCB vs CSK: ম্যাচ চলছিল। গ্যালারিতে হাঁটু মুড়ে বসে প্রেমিককে প্রোপোজ প্রেমিকার। দেখুন ভিডিও।

#মুম্বই: ম্যাচের মাঝে লাভ স্টোরি! এছাড়া আর কী বা বলা যায়! তবে ক্রিকেট বা ফুটবল মাঠে এমন ঘটনা বিরল নয়। বরং অনেকবারই এমন কাণ্ড ঘটেছে। মাঠে খেলা দেখতে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন প্রেমিক। অথবা প্রেমিকাকে গ্যালারি বসে চুমু খেয়েছেন প্রেমিক। এমন ঘটনা তো আকছার ঘটে।
প্রেমিকা গ্যালারিতে হাঁটু মুড়ে বসে প্রেমিককে প্রেম নিবেদন করছে, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে আইপিএল-এর সুবাদে সেটাও দেখা গেল। আর আইপিএলের ক্যামেরাম্যান এমন ঘটনা লাইভ দেখাতে কোনও ভুল করলেন না। সব থেকে মজার ব্যাপার, প্রেমিক ও প্রেমিকা, দুজনেই একই দলের সমর্থক।
আরও পড়ুন- মহারাষ্ট্ সরকারের দেওয়া জমি হঠাৎ কেন ফিরিয়ে দিলেন গাভাসকার ? জানুন
প্রেমিকা আরসিবি সমর্থক। আর প্রেমিকও তাই। দুজনেই এদিন নিজেদের দলের জার্সি গায়ে আইপিএলের ম্যাচ দেখতে এসেছিলেন। প্রেমিক হয়তো জানতনেই না, মাঠে সিএসকে বনাম আরসিবি ম্যাচ চলাকালীন তাঁকে প্রোপোজ করবে প্রেমিকা। আর প্রেমিকা তাঁকে প্রোপোজ করার পর তিনি ‘ইয়েস’ বলতে আর বেশি সময় নেননি।
advertisement
advertisement
বুধবার পুণেতে সিএসকের বিরুদ্ধে জিতেছে আরসিবি। তবে ম্যাচের মাঝে এই প্রোপোজ-কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন প্রথমে ব্যাটিং করে আট উইকেটে ১৭৩ রান তুলেছিল আরসিবি। মাত্র ১৩ রানে ম্যাচ হারে সিএসকে। এই হারের ফলে ধোনির দলের প্লে-অফে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল।
সিএসকের ইনিংসের ১১ তম ওভার চলাকালীন প্রোপোজ-কাণ্ড ঘটে। আরসিবির সমর্থক তরুণকে গ্যালারিতে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন প্রেমিকা। চেন্নাইয়ের স্কোর তখন ছিল ১০.৫ ওভারে তিন উইকেটে ৭৯ রান। ক্যামেরাম্যান সেই ছবি দেখাতে ভুল করেননি। তখন সেই যুগলের পাশে থাকা প্রত্যেকে হাত তালি দিয়ে ওঠেন। প্রেমিকা কিছুটা লজ্জা পান। তবে লাভ স্টোরি এগোতে থাকে নিজের তালে।
advertisement
আরও পড়ুন- টাকার লোভ সবার থাকে না! আইপিএল থেকে নাম তুলে প্রমাণ করেছেন এই পেসার
ওই তরুণ ইয়েস বলার পরই প্রেমিকা তাঁর আঙুলে আংটি পরিয়ে দেন। ম্যাচের মাঝেই নতুন এক প্রেমকাহিনী লেখা হয়ে গেল যেন!
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs CSK: ম্যাচের মাঝে লাভ স্টোরি! আরসিবির ভক্ত প্রেমিককে মাঠেই প্রোপোজ মহিলা সমর্থকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement