Kyle jamieson: টাকার লোভ সবার থাকে না! আইপিএল থেকে নাম তুলে প্রমাণ করেছেন এই পেসার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Kyle jamieson: আইপিএল থেকে মোটা টাকা উপার্জন করতে পারতেন। কিন্তু তিনি আইপিএল খেলবেন না বলে জানিয়েছেন।
গতবার আইপিএল নিলামে তাঁর দাম উঠেছিল ১৫ কোটি টাকা। এবার চাইলে তিনি দর আরও বাড়াতে পারতেন। কিন্তু সেটা করেননি কাইল জেমিসন।
advertisement
নিউ জিল্যান্ডের ৬ ফিট ৮ ইঞ্চির এই পেসার প্রমাণ করেছেন, টাকার লোভ তাঁর নেই। ক্রিকেট ও নিজের কেরিয়ারের স্বার্থে তিনি আইপিএল খেলবেন না বলে ঠিক করেছিলেন।
advertisement
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড এদিন দারুন প্রশংসা করেছেন জেমিসনের। বলেছেন, ক্রিকেটর স্বার্থের কথা ও ভেবেছে। ওর কাছে টেস্ট ক্রিকেটই সব। এত কম বয়সের একজন ক্রিকেটার এতটা পরিণত মানসিকতার, এটা ভাবাই যায় না।
advertisement
২ জুন লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে সিরিজের প্রথম টেস্ট খেলবে নিউ জিল্যান্ড। সেই টেস্টে খেলবেন জেমিসন। তার আগে বিশ্রাম নিতে ও ঠিকঠাক প্রস্তুতি নেওয়ার জন্য আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন জেমিসন।
advertisement
সারা বিশ্বের ক্রিকেটাররা যখন আইপিএল খেলতে মুখিয়ে থাকেন, জেমিসন তখন ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। টেস্ট ক্রিকেটে দেশের জার্সিতে খেলবেন বলে তিনি কোটি টাকার লোভ ছাড়তে পারেন।
advertisement