Sunil Gavaskar, Mumbai plot : মহারাষ্ট্র সরকারের দেওয়া জমি হঠাৎ কেন ফিরিয়ে দিলেন গাভাসকার ? জানুন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sunil Gavaskar returns plot to Maharashtra government for Cricket Academy. ৩৩ বছর আগে মহারাষ্ট্র সরকার জায়গা দিয়েছিল সুনীল গাভাসকারকে। কিন্তু এত দিনেও সেই অ্যাকাডেমি তৈরি হয়নি। তাই সরকারকে জায়গা ফিরিয়ে দিলেন গাভাসকার।
#মুম্বই: ক্রিকেট কমেন্টারি থেকে শুরু করে বিদেশ সফর ইত্যাদি বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার তৈরীর ক্ষেত্রে সেভাবে হাত লাগাতে দেখা যায়নি তাকে। ক্রিকেট অ্যাকাডেমি তৈরির জন্য ৩৩ বছর আগে মহারাষ্ট্র সরকার জায়গা দিয়েছিল সুনীল গাভাসকারকে। কিন্তু এত দিনেও সেই অ্যাকাডেমি তৈরি হয়নি।
তাই সরকারকে জায়গা ফিরিয়ে দিলেন গাভাসকার। মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি ১৯৮৯ সালে গাভাসকার ক্রিকেট ফাউন্ডেশন ট্রাস্টকে বান্দ্রায় ২১৩৪৮ বর্গফুট জায়গা দেয়। সেখানে একটি ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করার কথা ছিল। কিন্তু এত দিনেও সেই অ্যাকাডেমি তৈরির কাজ শুরু হয়নি।
advertisement
advertisement
Mumbai: After 3 decades, Sunil Gavaskar returns unused plot to MHADA https://t.co/uIdfXc6tN9
— MSN India (@msnindia) May 4, 2022
২০১৯ সালে মহারাষ্ট্র সরকার গাভাসকারকে ট্রাস্টকে চিঠি দিয়ে জমি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। সেই সঙ্গে ট্রাস্টের সঙ্গে জমি সংক্রান্ত চুক্তি শেষ করার প্রস্তাব দেয় তারা। সেই প্রস্তাব মেনে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী জীতেন্দ্র আওহাদ বলেন, সানি জমি ফিরিয়ে দিয়েছেন।
advertisement
উনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও আমাকে চিঠি লিখে জানিয়েছেন ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করতে পারবেন না। তাই জমি ফিরিয়ে দিয়েছেন। গাভাসকার এই প্রসঙ্গে বলেন, হ্যাঁ, আমার ট্রাস্ট জমি ফিরিয়ে দিয়েছে। এই মুহূর্তে অন্যান্য অনেক কাজ রয়েছে আমার। তাই অ্যাকাডেমি তৈরির কাজে মন দিতে পারব না।
এভাবে জমি ফেলে রাখার কোনও মানে হয় না। যদি সরকার নিজে থেকে অ্যাকাডেমি তৈরি করে ও সেই বিষয়ে আমার পরামর্শ চায় তা হলে আমি রাজি। তরুণ ক্রিকেটারদের সাহায্যার্থে সবসময় নিজের অভিজ্ঞতা এবং টেকনিকাল দক্ষতা ভাগ করে নিতে রাজি ক্রিকেটের এই কিংবদন্তি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 6:30 PM IST