#মুম্বই: ব্রাভোর বলে ডেভিড মিলারের সহজ ক্যাচ ছেড়ে দিলেন শিবম দুবে। সঙ্গে সঙ্গে টিভি ক্যামেরা ধরল চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে। হতাশায় মাথার টুপি খুলে মাটিতে আছড়ে ফেললেন চেন্নাই অধিনায়ক। তরুণ ক্রিকেটারের ওপর রাগ দেখালেন। এটাই মেনে নিতে পারছে না ক্রিকেটপ্রেমীরা। দলের অধিনায়ক হিসেবে মাঠে হতাশা ব্যক্ত করে ফেলছেন জাদেজা, এই দৃশ্য খারাপ বিজ্ঞাপন মনে করছেন সকলে।
ধোনির অর্ধেকও তিনি নন অধিনায়ক হিসেবে সেটা পরিষ্কার। হারের মুখ থেকে জিতল গুজরাত টাইটান্স। সৌজন্যে ডেভিড মিলার। দোসর রশিদ খান। চোটের কারণে হার্দিক পাণ্ড্য খেলতে না পারায় গুজরাতকে নেতৃত্ব দিলেন রশিদ। শুধু নেতৃত্ব দেওয়া নয় শেষ দিকে মিলারের সঙ্গে দুরন্ত ইনিংস খেললেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকলেন মিলার। এই দুই ব্যাটারের দাপটে এ বারের আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে গুজরাত।
অধিনায়ক হিসাবে না থাকলেও দলে ধোনি থাকাতেই একেবারে চাপমুক্ত জাদেজা। সাফ জানিয়ে দিলেন, দরকার হলেই পরামর্শ নিতে ছুটবেন ধোনির কাছে।অধিনায়ক হওয়ার পর নিজের প্রথম প্রতিক্রিয়া শেয়ার করতে গিয়ে সিএসকের আপলোড করা এক ভিডিয়োয় জাদেজা জানান, মাহি ভাই একটা বিশাল বড় লেগাসি তৈরি করে দিয়ে গিয়েছেন, যা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।Something Suspicious :( @IamShivamDube @msdhoni @imjadeja #IPL20222 #CSK𓃬 https://t.co/njPBC1qbte
— CriiicWorld #IPL2022 🏆 (@Criiicworld) April 17, 2022
আশি আশাবাদী এই কাজে সফল হব। আমার কোনও চিন্তা না নেই, কারণ ওঁ এখানেই রয়েছে এবং যখন যা জানার প্রয়োজন হবে তার জন্য ওর কাছেই ছুটে যাব। ওঁর কাছেই দরকারে আমি বারবার ছুটেছি এবং আগেও তাই হবে। রবীন্দ্র জাদেজা জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান টি টোয়েন্টি ফরম্যাটে বিশেষজ্ঞ বোলার। সাধারণত ডেথ ওভারে তিনি দুরন্ত বল করেন।
কিন্তু গুজরাতের বিরুদ্ধে সেটা পারেননি। তাছাড়া শেষ তিন ওভারে অধিনায়ক হিসেবে তার কিছু সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি মেনে নিয়েছেন জাদেজা। সোশ্যাল মিডিয়ায় অবশ্য রবীন্দ্র জাদেজাকে ফালতু, মাথামোটা অধিনায়ক, চামচে করে খাইয়ে দেওয়া ক্যাপ্টেন - বিভিন্ন ভাবে অপমান করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Ravindra Jadeja