মলম বিতর্কে শাস্তি স্যার জাদেজার, কেটে নেওয়া হল টাকা! হবে না কোনও তদন্ত
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Ravindra Jadeja fined 25 per cent match fee and awarded one demerit point by ICC. মলম বিতর্কে শাস্তি স্যার জাদেজার, কেটে নেওয়া হল টাকা! হবে না কোনও তদন্ত
নাগপুর: অস্ট্রেলিয়াকে নিয়ে ছেলে খেলা করে জয়ের দিনে শাস্তি অপেক্ষা করছিল রবীন্দ্র জাদেজার জন্য। ভারতের এই অলরাউন্ডার ম্যাচে বিরাট ভূমিকা পালন করেছেন অস্ট্রেলিয়াকে হারাতে। ব্যাট এবং বলে সুপারহিট। চোট সারিয়ে পাঁচ মাস পর মাঠে নেমেছিলেন জাডেজা। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। কিন্তু আঙুলে মলম লাগানোর জন্য শাস্তি পেতে হল তাঁকে।
ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হবে তার। সঙ্গে দেওয়া হবে ডিমেরিট পয়েন্ট। আম্পায়ারকে জিজ্ঞেস না করে মলম লাগানোর জন্যই শাস্তি দেওয়া হল বলে জানিয়েছে আসিসি। জাডেজার আঙুলে মলম লাগানোর ছবি অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম পোস্ট করে লেখে, আকর্ষণীয়! অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। চর্চা হচ্ছে এই ঘটনা নিয়ে।
advertisement
Cricketer Ravindra Jadeja has been fined 25 per cent of his match fee for breaching Level 1 of the ICC Code of Conduct during the first Test against Australia in Nagpur: ICC (File Pic) pic.twitter.com/RlwinT2qG4
— ANI (@ANI) February 11, 2023
advertisement
জাডেজা এই শাস্তি মেনে নিয়েছেন। সেই কারণে এই ঘটনার আর কোনও তদন্ত হবে না। ম্যাচ রেফারি মেনে নিয়েছেন যে ব্যথা কমানোর জন্যই মলম লাগিয়েছিলেন জাডেজা। এর ফলে বল বিকৃত হয়নি। ভারতীয় দল ম্যাচ রেফারির কাছে ওই ঘটনার ভিডিয়ো জমা দিয়েছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে অস্ট্রেলিয়া দল কোনও অভিযোগ করেনি বলেই জানা গিয়েছে।
advertisement
ম্যাচ রেফারি নিজে থেকেই ঘটনাটি সম্পর্কে জানতে চেয়েছিলেন। তবে ভারতীয় বোর্ড এই নিয়ে আর বাড়াবাড়ি করতে চায় না। অহেতুক সিরিজের মধ্যে ক্রিকেটারদের ফোকাস নষ্ট করতে রাজি নয় তারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 5:04 PM IST










