মলম বিতর্কে শাস্তি স্যার জাদেজার, কেটে নেওয়া হল টাকা! হবে না কোনও তদন্ত

Last Updated:

Ravindra Jadeja fined 25 per cent match fee and awarded one demerit point by ICC. মলম বিতর্কে শাস্তি স্যার জাদেজার, কেটে নেওয়া হল টাকা! হবে না কোনও তদন্ত

নাগপুরে ম্যাচের সেরা হয়ে শাস্তির কবলে জাদেজা
নাগপুরে ম্যাচের সেরা হয়ে শাস্তির কবলে জাদেজা
নাগপুর: অস্ট্রেলিয়াকে নিয়ে ছেলে খেলা করে জয়ের দিনে শাস্তি অপেক্ষা করছিল রবীন্দ্র জাদেজার জন্য। ভারতের এই অলরাউন্ডার ম্যাচে বিরাট ভূমিকা পালন করেছেন অস্ট্রেলিয়াকে হারাতে। ব্যাট এবং বলে সুপারহিট। চোট সারিয়ে পাঁচ মাস পর মাঠে নেমেছিলেন জাডেজা। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। কিন্তু আঙুলে মলম লাগানোর জন্য শাস্তি পেতে হল তাঁকে।
ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হবে তার। সঙ্গে দেওয়া হবে ডিমেরিট পয়েন্ট। আম্পায়ারকে জিজ্ঞেস না করে মলম লাগানোর জন্যই শাস্তি দেওয়া হল বলে জানিয়েছে আসিসি। জাডেজার আঙুলে মলম লাগানোর ছবি অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম পোস্ট করে লেখে, আকর্ষণীয়! অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। চর্চা হচ্ছে এই ঘটনা নিয়ে।
advertisement
advertisement
জাডেজা এই শাস্তি মেনে নিয়েছেন। সেই কারণে এই ঘটনার আর কোনও তদন্ত হবে না। ম্যাচ রেফারি মেনে নিয়েছেন যে ব্যথা কমানোর জন্যই মলম লাগিয়েছিলেন জাডেজা। এর ফলে বল বিকৃত হয়নি। ভারতীয় দল ম্যাচ রেফারির কাছে ওই ঘটনার ভিডিয়ো জমা দিয়েছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে অস্ট্রেলিয়া দল কোনও অভিযোগ করেনি বলেই জানা গিয়েছে।
advertisement
ম্যাচ রেফারি নিজে থেকেই ঘটনাটি সম্পর্কে জানতে চেয়েছিলেন। তবে ভারতীয় বোর্ড এই নিয়ে আর বাড়াবাড়ি করতে চায় না। অহেতুক সিরিজের মধ্যে ক্রিকেটারদের ফোকাস নষ্ট করতে রাজি নয় তারা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মলম বিতর্কে শাস্তি স্যার জাদেজার, কেটে নেওয়া হল টাকা! হবে না কোনও তদন্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement