IND vs SL, Ravindra Jadeja: পুষ্পা নাচেই শুধু নয়! রবীন্দ্র জাদেজা প্রমাণ করলেন কেন তিনি সত্যিই "ফায়ার"

Last Updated:

Ravindra Jadeja brilliant innings against Sri Lanka proves why he is top finisher says Sunil Gavaskar. জাদেজার ব্যাটিং ঝড়ে মুগ্ধ সুনীল গাভাসকার

১৮ বলে ৪৫ রানের মারকাটারি ইনিংস খেললেন রবীন্দ্র জাদেজা
১৮ বলে ৪৫ রানের মারকাটারি ইনিংস খেললেন রবীন্দ্র জাদেজা
কেন তাকে এত টাকা দিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। পুল শট, কভার ড্রাইভ, কাট শট, বিভিন্ন শট সহজে খেলতে দেখা গেল রবীন্দ্র জাদেজাকে। গত দুই বছরে ব্যাটসম্যান হিসেবে জাদেজা অনেক উন্নতি করেছেন তাতে সন্দেহ নেই। ১৮ বলে ৪৫ রানে অপরাজিত রইলেন জাদেজা। মারলেন ৭ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। তবে এদিন শ্রীলংকার ১৮৩ রান তাড়া করে ভারতের সহজ জয় স্বস্তি দেবে। শ্রেয়স আইয়ার তার ব্যক্তিগত টি টোয়েন্টি একদিনের ম্যাচে এদিন সর্বোচ্চ রান করলেন।
advertisement
advertisement
জাদেজা যেমন উইকেটের দুই প্রান্তে শট খেললেন, তেমনই বোলারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকালেন। বিদ্যুৎ গতিতে উইকেট এর মাঝখানে দৌড়লেন। ধারাভাষ্যকার সুনীল গাভাসকার বলে দিলেন এই জাদেজাকেই এতদিন মিস করেছে ভারত। তার দলে থাকা আর না থাকার মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়েছেন। ভেঙ্কটেশ আইয়ারকে ফিনিশার হিসেবে না পাঠিয়ে তার আগে রবীন্দ্র জাদেজার ওপর ভরসা রাখা টিম ম্যানেজমেন্টের সঠিক সিদ্ধান্ত বলছেন গাভাসকার।
advertisement
বিশেষ করে জোরে বোলারদের বিরুদ্ধে আগে লেগ সাইডে দুর্বলতা ছিল জাদেজার। সেটা কাটিয়ে উঠেছেন। শক্তি পাশাপাশি ব্যাটিংয়ে টাইমিং ব্যবহার করছেন নিখুঁতভাবে। আর বোলিং এবং ফিল্ডিং নিয়ে কথা বলা নিষ্প্রয়োজন। সব মিলিয়ে গাভাসকার মনে করেন কমপ্লিট প্যাকেজ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেটের পক্ষে এটা দারুন ব্যাপার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SL, Ravindra Jadeja: পুষ্পা নাচেই শুধু নয়! রবীন্দ্র জাদেজা প্রমাণ করলেন কেন তিনি সত্যিই "ফায়ার"
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement