Ashwin retires from IPL: টেস্টের পর এবার আইপিএলকেও বিদায়, অবসর ঘোষণা অশ্বিনের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ravichandran Ashwin retires from IPL: এ বার আইপিএলকেও বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডলে এই ঘোষণা করেছেন তিনি।
চেন্নাই: ২০২৪-এর ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এ বার আইপিএলকেও বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডলে এই ঘোষণা করেছেন তিনি। ফলে আইপিএলের সর্বকালের অন্যতম সফল বোলারের যাত্রা শেষ হল।
বুধবার গণেশ চতুর্থীর দিনটিকেই অবসর ঘোষণার দিন হিসাবে বেছে নিয়েছিলেন অশ্বিন। তিনি লিখেছেন, ‘‘আজ বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরুও বটে। প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসাবে আমার অভিযান শুরু হচ্ছে।”
advertisement
advertisement
অশ্বিন এদিন আরও লেখেন, “এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে, সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করার জন্য অপেক্ষা করছি।”
Special day and hence a special beginning.
They say every ending will have a new start, my time as an IPL cricketer comes to a close today, but my time as an explorer of the game around various leagues begins today🤓.
Would like to thank all the franchisees for all the…
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 27, 2025
advertisement
আইপিএলে মোট ২২১টি ম্যাচে ১৮৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে রয়েছে ৮৩৩ রান। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
এক দশক পরে গত বছরই সিএসকে-তে ফিরেছিলেন অশ্বিন। নিলামে তাঁকে ৯.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই। তবে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাননি। ৯ ম্যাচে মাত্র ৭ উইকেট পেয়েছিলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 12:04 PM IST