Ganesh Chaturthi 2025: ১০৩ কেজির বিশাল লাড্ডু ! গণেশ চতুর্থীতে নজরকাড়া আয়োজন জলপাইগুড়িতে
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
103 KG Special Laddu in Jalpaiguri: পুজো শেষে ভক্তদের মধ্যে এই লাড্ডু প্রসাদ হিসেবে বিতরণ করা হবে। এমন একটি বিশাল মিষ্টির অংশ পেয়ে ছোট থেকে বড়, খুশি সকলেই। মিষ্টির স্বাদ যেমন মিশে যাবে জিভে, তেমনি ভক্তির আবেগও ছড়িয়ে পড়বে মানুষের মনে।
পুজোর মধ্যমণি ইয়া বড় লাড্ডু! পুজোর ঢাকে কাঠি পড়েই গিয়েছে। প্রস্তুতি শুরু তাই এখন থেকেই। সামনে গণেশ চতুর্থী। সেই উপলক্ষে তৈরি হচ্ছে বিশালাকার লাড্ডু। জলপাইগুড়ির পান্ডাপাড়ার যুবশক্তি ক্লাবের গণেশ পুজো এ বছর চতুর্থ বর্ষে পদার্পণ করবে। আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশাল ১০৩ কেজির লাড্ডু। কারিগরদের তিনদিনের অক্লান্ত পরিশ্রমে তৈরি এই মিষ্টি ইতিমধ্যেই শহরে কৌতূহল জাগিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement