মুম্বই থেকে কোঙ্কণ পাড়ি মাত্র ৫ ঘণ্টায় ! ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকেই চালু হচ্ছে ‘রো-রো ফেরি’, জানুন বিশদে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Mumbai To Konkan In 5 Hours: ৫০টি চার চাকার, ৩০টি দুই চাকার এবং মিনি-বাস বহন করতে সক্ষম এই ফেরিটি মুম্বইয়ের ভাউচা ঢাক্কাকে জয়গড় এবং বিজয়দুর্গের জেটির সঙ্গে সংযুক্ত করবে।
মুম্বই: হাজার হাজার ভ্রমণকারী অবশেষে পেতে চলেছেন সেই দীর্ঘ প্রতীক্ষিত সুবিধা, মহারাষ্ট্র সরকার মুম্বই এবং কোঙ্কনের সঙ্গে সংযোগকারী একটি নতুন রো-রো (রোল-অন, রোল-অফ) ফেরি পরিষেবা চালু করছে। ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে শুরু হওয়া এই পরিষেবাটি ভ্রমণের সময়কে উল্লেখযোগ্যভাবে কমাবে, যা গণেশোৎসব এবং হোলির মতো উৎসবের মরশুমে মুম্বই-গোয়া মহাসড়কে যানজটে কাটানো সহজ করে তুলবে।
M2M ভেসেল জয়গড় (রত্নগিরি) মাত্র ৩ ঘণ্টায় এবং বিজয়দুর্গ (সিন্ধুদুর্গ) ৫ ঘণ্টায় যাত্রা সম্পন্ন করতে সাহায্য করবে, যা সাধারণত সড়কপথে ১০-১২ ঘণ্টা সময় লাগে। ফেরিটির টিকিট বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর সুবিধার কথা মাথায় রেখে অ্যাক্সেসযোগ্য করে তৈরি করা হয়েছে, ইকোনমি ক্লাসের জন্য যাত্রী ভাড়া ২,৫০০ টাকা থেকে শুরু, প্রথম শ্রেণীর জন্য ৯,০০০ টাকা পর্যন্ত ভাড়া। এই পরিষেবাটি যানবাহন মালিকদের জন্যও একটি আশীর্বাদ তো বটেই, গাড়ির জন্য ৬,০০০ টাকা, দুই চাকার জন্য ১,০০০ টাকা এবং সাইকেলের জন্য ৬০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যার ফলে পরিবারগুলি নির্বিঘ্নে ভ্রমণের জন্য তাঁদের নিজস্ব যান নিয়ে আসতে পারবে।
advertisement
advertisement
৫০টি চার চাকার, ৩০টি দুই চাকার এবং মিনি-বাস বহন করতে সক্ষম এই ফেরিটি মুম্বইয়ের ভাউচা ঢাক্কাকে জয়গড় এবং বিজয়দুর্গের জেটির সঙ্গে সংযুক্ত করবে।
দক্ষিণ এশিয়ার দ্রুততম রো-রো হিসেবে প্রশংসিত এই পরিষেবা মহারাষ্ট্র সরকারের একটি বড় উদ্যোগ। মৎস্য ও বন্দর উন্নয়ন মন্ত্রী নীতেশ রানে জানিয়েছেন যে, প্রকল্পটি ১৪৭টি প্রয়োজনীয় অনুমতিপত্র পেয়েছে এবং বিশ্বমানের নিরাপত্তা মানদণ্ড মেনে এটি বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগটি রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির একটি অংশ যা সংযোগ বৃদ্ধি করবে এবং উৎসবের সময় লক্ষ লক্ষ মানুষকে তাদের নিজের গ্রামে যাতায়াতে স্বস্তি প্রদান করবে।
advertisement
নতুন মুম্বই-কোঙ্কণ রুটটি মুম্বই এবং মান্ডওয়ার (আলিবাগ) মধ্যে বিদ্যমান রো-রো ফেরি পরিষেবার সাফল্যের আদর্শে তৈরি, যা ইতিমধ্যেই সপ্তাহান্তের ভ্রমণের পথগুলিকে বদলে দিয়েছে। মুম্বই-আলিবাগ পরিষেবা, যা বড়জোর এক ঘন্টা সময় নেয়, জনপ্রিয় উপকূলীয় শহরটিতে যাতায়াত অনেক বেশি সহজ করে তুলেছে, যানজটপূর্ণ সড়কযাত্রাকে এখন এড়িয়ে যাওয়া যায় যা সাধারণত তিন ঘণ্টারও বেশি সময় নেয়। ফেরিতে গাড়ি বা সাইকেল বহনের সুবিধা পর্যটকদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে।
advertisement
মন্ত্রী নীতেশ রাণে বলেছেন যে এটি কেবল শুরু, অদূর ভবিষ্যতে শ্রীবর্ধন এবং মান্ডওয়ার মতো আরও স্টপ যুক্ত করার পরিকল্পনা রয়েছে । দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি হল পরিষেবাটি আরও প্রসারিত করা, গোয়া পর্যন্ত সরাসরি ফেরি সংযোগ প্রদান করা, ভ্রমণকারীদের জন্য দ্রুত, আরও মনোরম এবং চাপমুক্ত ভ্রমণের প্রতিশ্রুতি দেওয়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
August 27, 2025 10:59 AM IST