Mumbai Indians: 'ছ'মাসের মধ্যে ভারতের জার্সিতে না খেললে অবাক হব'! কাকে নিয়ে বড় বয়ান শাস্ত্রীর ?
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: এই ছেলেটা যদি আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে ভারতের জার্সিতে না খেলে তাহলে আমি অবাক হব। বক্তার নাম রবি শাস্ত্রী। কিন্তু কাকে নিয়ে এত বড় ভবিষ্যৎবাণী করলেন রবি? ক্রিকেটারটির নাম তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্স দলের ভবিষ্যৎ সুপারস্টার বলা যায়। গতবার আইপিএলে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিলক। এবার প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে আছেন হায়দারাবাদের ব্যাটসম্যান।
আরও পড়ুন - Jason Cummings: মেসির সঙ্গে বিশ্বকাপ খেলা ফুটবলার মোহনবাগানে! দাম শুনলে আঁতকে উঠবেন
দিল্লির বিরুদ্ধে শেষ বলের নাটকীয় জয় পেয়েছে মুম্বই। অসাধারণ খেলেছেন তিলক। মিডল অর্ডারে ২৯ বলে ৪১ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। মেরেছেন চারটে ছক্কা। তিলক জানিয়েছেন তার লক্ষ্য সুযোগ পেলেই নিজেকে মেলে ধরা। মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করা। ইলেকট্রিক মিস্ত্রির ছেলে প্রচুর কষ্ট করেছেন একটা সময়।
advertisement
Ravi Shastri wants to see Tilak Varma in the Indian T20I team soon.#IPL2023 pic.twitter.com/UbURts3gJZ
— CricXtasy (@CricXtasy) April 12, 2023
advertisement
সেসব যদিও মনে রাখতে চান না। রবি শাস্ত্রী জানিয়েছেন তিলক ভারতীয় দলে খেলার যোগ্যতা রাখে। প্রতিভাবান, ঠান্ডা মাথা এবং চাপ নেওয়ার ক্ষমতা আছে। এত অল্প বয়সে সবার এত গুণ থাকে না। এটা বড় ক্রিকেটারের লক্ষণ। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বিশ্বাস করেন তিলক পরবর্তী সুপারস্টার। বিপদের মুখে দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে।
advertisement
ম্যাচের পরিস্থিতি বুঝে গিয়ার পাল্টাতে পারেন। তিলক অবশ্য ভারতীয় দল নিয়ে ভাবতে রাজি নন এই মুহূর্তে। তার যাবতীয় ফোকাস শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্সকে ঘিরে। আইপিএল শেষ হলে ঘরোয়া ক্রিকেটে মন দেবেন। তবে এই ছেলেকে ভারতীয় দলে ডাক পেতে খুব বেশি অপেক্ষা করতে হবে না সেটা নিশ্চিত করে বলা যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 12:22 PM IST