গিল না রাহুল? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলবেন কোন ওপেনার! জোর বিতর্ক
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Ravi Shastri believes Indian Team should give opportunity to Shubhman Gill in Indore Test. তৃতীয় টেস্ট রাহুলের জায়গায় গিলকে চাইছেন রবি শাস্ত্রী
ইনদওর: নাগপুর এবং দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত বিশাল জয় পেলেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন কে এল রাহুল। কর্নাটকের এই দুর্ধর্ষ ব্যাটসম্যান এই মুহূর্তে জীবনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্প্রতি স্ত্রীকে নিয়ে মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। ইনদওর টেস্ট রাহুল খেলবেন নাকি তার জায়গায় আসবেন শুভমন গিল - এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বাস করেন রান করতে না পারলে সমালোচনা হবেই। তবে তার মনে হচ্ছে রাহুল একটা শেষ সুযোগ পাবেন ইনদওরে। অপেক্ষা করতে হবে গিলকে। এই টেস্ট ম্যাচে রাহুল ব্যর্থ হলে তার বাদ পড়া সময়ের অপেক্ষা। দ্য আইসিসি রিভিউ-এর সাম্প্রতিকতম পর্বে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রী দাবি করেছেন যে, বর্তমান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার এবার ইন্দোর টেস্টের জন্য রাহুলের পরিবর্তে শুভমন গিলকে একাদশে রাখা উচিত।
advertisement
আরও পড়ুন - মেয়েদের বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা বাংলার রিচার, গর্বিত শিলিগুড়ি
রবি শাস্ত্রী আরও বিশ্বাস করেন যে, শুভমন গিলের অন্তর্ভুক্তি দলের সংমিশ্রণ বা পরিকল্পনাকে প্রভাবিত করবে না। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে সিরিজ জয়ের লক্ষ্য রয়েছে ভারতের। ইতিমধ্যে চতুর্থ বারের মতো ট্রফিটি তারা ধরে রেখেছে। রাহুলের খারাপ পারফরম্যান্সের কারণেই তাঁকে সহ-অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে।
advertisement
advertisement
‘India should never appoint vice-captain’ Ravi Shastri BLUNT reply on KL Rahul Saga, Former Coach backs Shubman Gill in place of Rahul#INDvsAUS #RaviShastri #KLRahul #ShubmanGillhttps://t.co/E1dhT4vCtF
— InsideSport (@InsideSportIND) February 27, 2023
তবে শেষ দুই টেস্টের জন্য দলে রাখা হয়েছে কেএল-কে। এখন দেখার, ইন্দোরেও তাঁকে একাদশে রাখা হয়, নাকি সুযোগ দেওয়া হয় শুভমন গিলকে! রবি শাস্ত্রী অবশ্যই মনে করেন রাহুল বাদ পরলেও তার উচিত হবে ঘরোয়া ক্রিকেট খেলার। তাতেই ধীরে ধীরে ছন্দে ফিরে আসবেন।
advertisement
রাহুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে তার কিছুটা বাইরে থাকা উচিত মনে করেন রবি। অন্যদিকে তরুণ ওপেনার এবং স্বপ্নের ছন্দে থাকা গিলকে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখ বন্ধ করে নামিয়ে দেওয়া উচিত বলেছেন শাস্ত্রী।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 12:09 PM IST