Umran Malik, IPL : উইকেট প্রতি পেতেন ১০০ টাকা! এখন ৪ কোটির মালিক কাশ্মীরের পেসার উমরান

Last Updated:

Ravi Shastri and Irfan Pathan gives big certificate for Umran Malik future India fast bowler. কাশ্মীরি উমরান মালিকের গতিতে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তনরা

ভারতীয় পেস বোলিংয়ের ভবিষ্যৎ হাতে তৈরি উমরান মালিক
ভারতীয় পেস বোলিংয়ের ভবিষ্যৎ হাতে তৈরি উমরান মালিক
#মুম্বই: আউট করেছেন হার্দিক পান্ডিয়া, কে এল রাহুলদের। এবার আইপিএলের প্রথম ম্যাচে ইংল্যান্ডের জস বাটলার এবং দেবদত্ত পারিকালকে ফিরিয়ে দিয়েছেন স্বপ্নের ডেলিভারিতে। গতি বরাবর ছিল। এবার সঠিক জায়গায় বল রাখা এবং লাইন লেন্থ ওপর জোর দিয়েছেন উমরান মালিক। তার উঠে আসার কাহিনী চমকপ্রদক।
ম্যাচ-প্রতি সাতশো টাকা আয় করার জন্য ছুটতে হত জম্মুর বিভিন্ন প্রান্তে। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে কখনও ঘরে আনতেন মিক্সার, কখনও হেয়ার ড্রায়ার। স্কুল থেকে ফিরে কোনও রকমে বাড়িতে ব্যাগ রেখেই দৌড়তেন গুজ্জর নগরের মাঠে। হাতে উঠত টেনিস বল। ১২ ওভারের প্রতিটি ম্যাচেই শুরুতে বল করতে পাঠানো হত এই তরুণ পেসারকে।
advertisement
advertisement
প্রথম দু’ওভারের মধ্যে ওপেনারদের ফিরিয়ে দিতে পারলেই একশো টাকা! শেষের দিকে উইকেট পেলে সে রকম মূল্য দেওয়া হত না। পাড়ার খেলায় নজর কাড়ার পরেই তাঁর সামনে খুলে যায় অর্থের বিনিময়ে ম্যাচ খেলার রাস্তা। উমরান মালিক হয়তো তখনও ভাবেননি এগোতে এগোতে এক দিন তাঁর সামনে খুলে যাবে আইপিএলের দরজা।
advertisement
সেখান থেকেই সুযোগ পেয়ে যাবেন ভারতীয় ‘এ’ দলে। ছোটবেলা থেকে বড় পর্যায়ের ক্রিকেট খেলার স্বপ্ন না দেখা ছেলেটাই এখন আগামী পেস প্রজন্মের ব্যাটন হাতে দৌড়চ্ছেন। অনূর্ধ্ব-২৩ ম্যাচ চলাকালীন মাঠে এসেছিলেন ইরফান পাঠান। প্রাক্তন বাঁ-হাতি পেসারই তখন ‘মেন্টর’ হন সামাদদের। উমরানকে বল করতে দেখে সামাদ ও পরভেজ রসুলের কাছে ইরফান জানতে চেয়েছিলেন, ছেলেটি কে?
advertisement
ওরাই তখন উমরানের পরিচয় দেন। সেদিন থেকে আর ঘুরে তাকাতে হয়নি তাঁকে। পরে উমরান মালিককে নিয়ে বেশ কিছু কোচিং সেশন করেন ইরফান। ভারতের প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন সাধারণত একজন ফাস্ট বোলার বল হাতে আগুন ঝড়াতে চায়। উমরান তেমনই মানসিকতার। ১৫০ কিলোমিটার গতিতে বল করছে। কিন্তু মনে রাখতে হবে এখনও পুরোপুরি তৈরি নয়।
advertisement
নিয়মিত দলের সঙ্গে থেকে বিরাট, রোহিত, রাহুল দ্রাবিড়দের পরামর্শ পেয়ে নিজেকে আরও মসৃণ করে তুলবে। ওর পেশি শক্তি আর একটু বেড়ে গেলে ১৫৫ কিলোমিটার পর্যন্ত বল করতে পারে। তখন নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারলে উমরান ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলার হয়ে উঠবে।
শুধু ইরফান নন, সুনীল গাভাসকার এবং রবি শাস্ত্রী পর্যন্ত বড় সার্টিফিকেট দিচ্ছেন কাশ্মীরের উমরানকে। ভারতীয় বোর্ডের এই ছেলেকে বিশেষ যত্ন নিয়ে তৈরি করা উচিত বলে দিয়েছেন রবি শাস্ত্রী।
বাংলা খবর/ খবর/খেলা/
Umran Malik, IPL : উইকেট প্রতি পেতেন ১০০ টাকা! এখন ৪ কোটির মালিক কাশ্মীরের পেসার উমরান
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement