ICC ODI ranking, Bangladesh : আইসিসির তালিকায় পাকিস্তানকে পেছনে ফেলে উঠে এল বাংলাদেশ! নতুন নজির সাকিবদের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Bangladesh cricket team gets sixth position in ICC ODI ranking. পাকিস্তানকে পেছনে ফেলে আইসিসির তালিকায় এগিয়ে বাংলাদেশ
#দুবাই: সম্প্রতি দুরন্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। ভারতের মতো দল যেখানে দক্ষিণ আফ্রিকায় গিয়ে হেরে ভূত হয়ে ফিরেছিল, সেই দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিব, তামিম, মিরাজ, তাসকিনদের দাপট দেখেছে সকলে। ক্রিকেট মানচিত্রে বাংলাদেশ আগের জায়গায় নেই সেটা পরিষ্কার। অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বড় হারে সুবিধা হয়েছে বাংলাদেশের।
তাদের টপকে ওয়ানডে র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৩। পাকিস্তানের রেটিং পয়েন্টও সমান। তবে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে পড়ায় সাত নম্বরে নেমে গেছে বাবর আজমের দল, আগে যেখানে ছিল বাংলাদেশ। তবে এখন ছয়ে চলে আসলেও পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে চোখ রাখতে হবে টাইগার সমর্থকদের।
advertisement
advertisement
Bangladesh have replaced Pakistan at No.6 in ICC ODI Ranking. Pakistan slips to No.7 now.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 29, 2022
তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তান একটি ম্যাচ জিতে গেলেও আবার ষষ্ঠ স্থান দখলে নিয়ে নেবে। আর তারা হোয়াইটওয়াশ হলে ছয় নম্বরেই থাকবে তামিম ইকবালের দল। ওয়ানডে র্যাংকিংয়ে এখন শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২১। দুই নম্বরে থাকা ইংল্যান্ড দুই পয়েন্ট পিছিয়ে (১১৯)। ১১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া।
advertisement
চার নম্বরে ভারত ১১০ এবং দক্ষিণ আফ্রিকা ১০২ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। তার পরই এখন অবস্থান বাংলাদেশের। বাংলাদেশের পরে যথাক্রমে পাকিস্তান (৯৩), শ্রীলঙ্কা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭) আর আফগানিস্তান (৬৮)। তবে বাংলাদেশের ক্রিকেটাররা এই উন্নতিতে খুশি হলেও উচ্ছ্বসিত হতে নারাজ। তাদের লক্ষ্য অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভাল করা।
advertisement
তারপর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে নিজেদের প্রমাণ করা। আইসিসি রাঙ্কিং রাতের ঘুম নষ্ট করতে নারাজ টাইগার ক্রিকেটাররা। সম্প্রতি নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলাররা পরিশ্রম করলে পাকিস্তান এবং ভারতের পর্যায়ে নিজেদের নিয়ে যেতে পারবে। তাসকিন জীবনের সেরা বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 3:27 PM IST