IPL closing ceremony : কাল আইপিএল সমাপ্তি অনুষ্ঠানে চাঁদের হাট! মঞ্চ মাতাবেন রহমান, রণবীর

Last Updated:

Ranveer Singh and music maestro AR Rahman will perform at the IPL closing ceremony. জমজমাট সমাপ্তি অনুষ্ঠান! আইপিএলের মঞ্চ মাতাবেন রহমান এবং রণবীর

আইপিএল সমাপ্তি অনুষ্ঠানে চাঁদের হাট! মঞ্চ মাতাবেন রহমান, রানবির
আইপিএল সমাপ্তি অনুষ্ঠানে চাঁদের হাট! মঞ্চ মাতাবেন রহমান, রানবির
#আমেদাবাদ: মনে রাখার মত আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান করতে চাইছে বিসিসিআই। তাক লেগে যায় এমনটাই করা লক্ষ্য। নির্বিঘ্নে আইপিএলের শেষটা যতটা জমকালো করা যায় সেটাই লক্ষ্য ভারতীয় বোর্ডের। ব্লু প্রিন্ট তৈরি। আইপিএলের ফাইনাল কাল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গুজরাত টাইটান্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস। খেলা শুরুর সময় আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
মিনিট পয়তাল্লিশের জমকালো সমাপ্তি অনুষ্ঠান হবে টসের আগে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। থাকছে একাধিক চমক। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর সিং ও এ আর রহমান। সিনেমার নায়ক এবং সংগীতের অন্যতম আইকন একসঙ্গে পারফর্ম করবেন, এটা নিঃসন্দেহে বিশাল প্রাপ্তি ক্রিকেট প্রেমীদের কাছে।
advertisement
advertisement
আরও কী চমক থাকবে সেজন্য রবিবার অবধি অপেক্ষা করতেও বলেছিলেন সহাস্য সৌরভ। উল্লেখ্য, ২০১৮ সালের পর ফের আইপিএলে সমাপ্তি অনুষ্ঠান দেখা যাবে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমবার হবে এই অনুষ্ঠান। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে এবারই প্রথম আইপিএল ফাইনালও হচ্ছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করতে রাখা হয়েছে বিশেষ পরিকল্পনা।
advertisement
এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিশেষজ্ঞ সংস্থাকে বেছে নিয়েছে বিসিসিআই। ১ লক্ষেরও বেশি ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে স্মরণীয় হতে চলেছে এবারের আইপিএল ফাইনাল ও তার আগের সমাপ্তি অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে থাকছে ঝাড়খণ্ডের ছৌ নাচ।
advertisement
১০ শিল্পীর ছৌ নাচের দলকে ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিসিসিআইয়ের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। থাকতে পারেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও কিছু জানানো না হলেও অমিত শাহ মাঠে হাজির থাকবেন বলে জানা যাচ্ছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল-সহ বোর্ডের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থার প্রতিনিধিদেরও হাজির থাকার কথা রয়েছে।
advertisement
আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কদেরও। বোর্ড সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতার ৭৫ বছরে ভারতীয় ক্রিকেটের উত্তরণের সামগ্রিক চিত্রও তুলে ধরা হবে আইপিএলে সমাপ্তি অনুষ্ঠানে। স্ট্র্যাটেজিক টাইম আউটে আমির খানের লাল সিং চাড্ডা ছবির ট্রেলার প্রকাশ করা হবে।
উল্লেখ্য শেষ দুটো বছর করোনা পরিস্থিতির জন্য ওপেনিং অথবা ক্লোজিং অনুষ্ঠান করা যেত না। অতীতে বহু খ্যাতনামা বলিউড সুপারস্টার পারফর্ম করেছেন আইপিএলের অনুষ্ঠানে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL closing ceremony : কাল আইপিএল সমাপ্তি অনুষ্ঠানে চাঁদের হাট! মঞ্চ মাতাবেন রহমান, রণবীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement