World Cup 2023 Final: আর কি ভারতীয় দলের কোচ থাকবেন? বিশ্বকাপ ফাইনালে হারের পর উত্তর দিলেন দ্রাবিড়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের। তারপরই শেষ হব কোচ রাহুল দ্রাবিড়ের। আগামি দিনে আর তিনি কোচ থাকবেন কিনা ফাইনাল শেষে সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি।
আহমেদাবাদ: রবি শাস্ত্রী পরবর্তী জমানায় ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। প্লেয়ার হিসেবে যা পারেননি দেশকে সেই বিশ্বকাপ এনে দেওয়াই ছিল তাঁর প্রধান স্বপ্ন। দলকে সাফল্যের উচ্চতায় নিয়ে গেলেও বিশ্বকাপ জয়টা অধরাই থেকে গেল কোচ রাহুল দ্রাবিড়ের। আগামি দিনে তাঁকে আর টিম ইন্ডিয়ার হেড স্যারের ভূমিকায় দেখা যাবে কিনা তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।
২০২১ সালে পর ২ বছরের চুক্তিতে ভারতীয় দলের কোচ হয়েছিলেন রাহুল দ্রাবিড়। এই সময়কালে এশিয়া কাপ জিতেছে তার কোচিংয়ে ভারত। কিন্তু ভাল পারফর্ম করেও হাতছাড়া হয়েছে টি-২০ বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপ। চুক্তির মেয়াদও ছিল বিশ্বকাপ পর্যন্ত। ফলে আগামি দিনে আর তিনি কোচ থাকবেন কিনা ফাইনাল শেষে সাংবাদিকবৈঠকে সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়।
advertisement
সাংবাদিক সম্মলেন এসে দ্রাবিড়কেও খুব হতাশ দেখিয়েছে। তাঁর কোচিং কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে রাহুল দ্রাবিড় বলেন,”আমি কিছুই ভাবিনি। এই তো ম্যাচ শেষ হল। সত্যি বলতে, এটা নিয়ে ভাবার সময়ই পাইনি। যখন সময় পাব তখন ভাবব। বিশ্বকাপ এবং ফাইনাল ছাড়া আর কিছু নিয়ে ভাবার সময় পাইনি। এর বাইরে কিছুই মাথায় ছিল না। সব শক্তি এর জন্যই দিয়েছিলাম। ” তবে এই দলের সঙ্গে এতদিন কাজ করতে পেরে তিনি গর্বিত বলে ইঙ্গিতবাহী মন্তব্য করেন রাহুল দ্রাবিড়।
advertisement
advertisement
ফাইনালের দলের হার নিয়ে বলতে গিয়ে রাহুল দ্রাবিড় বলেন,”অস্ট্রেলিয়া খুব ভাল বোলিং করেছে। আমাদের বাউন্ডারি মারতে দেয়নি। ২৮০ থেকে ২৯০ রান করতে পারলে খেলা অন্যরকম হতে পারত। কোহলি ও রাহুলের পার্টনারশিপটা বড় হওয়া দরকার ছিল। ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেনও ভাল ব্যাটিং করেছেন। তবে দিনটা আমাদের ছিল না।”
advertisement
প্রসঙ্গত, এবার বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। কেএল রাহুল ৬৬, বিরাট কোহলি করেন ৫৪ ও রোহিত শর্মা ৪৭ রান করেন। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের শতরান ও মার্নাস লাবুশানের অর্ধশতরানে ভর করে সহজ জয় পেল ব্যাগি গ্রিনরা। ১৩৭ রান করেন হেড ও ৫৮ করেন লাবুশানে। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে অস্ট্রেলিয়া।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 3:23 PM IST