World Cup 2023 Final: টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটারের আর খেলা হবে না বিশ্বকাপ! তালিকায় একের পর এক তারকার নাম

Last Updated:

Rohit Sharma Virat Kohli Mohammed Shami Played Last World Cup: অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হারের পর হতাশ পুরো টিম ইন্ডিয়া। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বর্তমান ভারতীয় দলের অন্ত ৫ জন ক্রিকেটার আগামী বিশ্বকাপে দেশের হয়ে আর প্রতিনিধিত্ব করতে পারবেন না।

টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটারের আর খেলা হবে না বিশ্বকাপ! (Photo Courtesy- AP)
টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটারের আর খেলা হবে না বিশ্বকাপ! (Photo Courtesy- AP)
কলকাতা: টানা দশ ম্যাচ জয়, প্রতিপক্ষকে দাঁড়াতেই না দেওয়া, ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স, সব কিছু ম্লান হয়ে গেল একটি হারে। অপ্রতিরোধ্য গতিতে ফাইনালে উঠলেও ফের তীরে এসেই ডুবল টিম ইন্ডিয়ার তরী। ঘটল ২০০৩-এর পুনরাবৃত্তি। ২০২৩-এ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেল ভারতের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল রোহিত শর্মাকে।
ঘরের মাঠে ফর্মে থেকেও বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় ভারতীয় ক্রিকেটারদের হতাশা মাঠেই ধরা পড়েছিল। আবার ৪ বছরের অপেক্ষা। কিন্তু তত দিনে ভারতীয় দলেরও আমূল পরিবর্তন ঘটে যাবে বলেই মনে করা হচ্ছে। কারণ ২০২৩-এর টিম ইন্ডিয়ার একাধিক প্লেয়ার ২০২৭ বিশ্বকাপে না খেলার সম্ভবনাই বেশি। ফলে ৪ বছরের মধ্যে আরও একটি শক্তিশালী সেট টিম তৈরির করার চ্যালেঞ্জ নিতে হবে বিসিসিআইকে।
advertisement
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বর্তমান ভারতীয় দলের অন্ত ৫ জন ক্রিকেটার আগামী বিশ্বকাপে দেশের হয়ে আর প্রতিনিধিত্ব করতে পারবেন না। সেই তালিকায় সবার আগে নাম রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদব। রোহিত শর্নার বর্তমান বয়স ৩৭ বিরাট কোহলির ৩৫, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবের বয়স ৩৩ বছর, রবীন্দ্র জাদেজার বয়স ৩৪ বছর। ফলে আগামি বিশ্বকাপ পর্যন্ত তারা ক্রিকেট খেলবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।
advertisement
advertisement
এছাড়া ভারতের মাটিতেও আর বিশ্বকাপ খেলা হবে না এই ৫ তারকা ক্রিকেটারের। কারণ সাম্প্রতিক সময়ে আর ভারতের মাটিতে কোনও বিশ্বকাপ নেই। ২০৩১ সালে ভারত ও বাংলাদেশে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে। ফলে ২০৩১ সাল পর্যন্ত এই ক্রিকেটারদের খেলার কোনও সম্ভাবনা নেই তা নিশ্চিৎ।
advertisement
প্রসঙ্গত, এবার বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। কেএল রাহুল ৬৬, বিরাট কোহলি করেন ৫৪ ও রোহিত শর্মা ৪৭ রান করেন। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের শতরান ও মার্নাস লাবুশানের অর্ধশতরানে ভর করে সহজ জয় পেল ব্যাগি গ্রিনরা। ১৩৭ রান করেন হেড ও ৫৮ করেন লাবুশানে। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে অস্ট্রেলিয়া।
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023 Final: টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটারের আর খেলা হবে না বিশ্বকাপ! তালিকায় একের পর এক তারকার নাম
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement