Jasprit Bumrah: ভারতের জার্সিতে আগুন ঝরাবে বুমরাহ! কোচ দ্রাবিড় আশাবাদী কৃষ্ণকে নিয়েও
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ধারালো পারফরম্যান্স মেলে ধরবে বুমরাহ। এছাড়া কৃষ্ণ ফেরায় আমাদের পেস বিভাগের ভারসাম্য বেড়েছে
বেঙ্গালুরু: অনেকেই বলেছেন ভারতের কোচ হিসেবে নাকি যোগ্য নন রাহুল দ্রাবিড়। তার কানে কথাটা পৌঁছায়নি এমন নয়। কিন্তু এসব নিয়ে নিজের ফোকাস হারাতে চান না দ্যা ওয়াল। চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর ফিরেছেন যশপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ। আয়রল্যান্ড সফরে দু’টি টি-২০ ম্যাচে খেলেছেন দু’জনেই। সেই সফরে তাঁদের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরকে।
প্রধান কোচ রাহুল দ্রাবিড় মঙ্গলবার বলেছেন, ওদের প্রত্যাবর্তন দারুণ খবর। দু’জনে ভালো বোলিংও করছে। গত দু’বছরে বুমরাহ খুব একটা খেলেনি। ওকে মিস করেছি। এনসিএ’তে রিহ্যাব করে ও আয়ারল্যান্ড সফরে ভালোই খেলেছে। বিশ্বকাপের আগে এখনও আমাদের হাতে এক মাস সময় রয়েছে। সেরা প্রতিযোগিতায় নিশ্চয়ই আরও ধারালো পারফরম্যান্স মেলে ধরবে বুমরাহ।
As the #AsiaCup2023 kicks off! Sending my best wishes to all the teams gearing up to showcase their cricketing prowess. May the tournament be a celebration of skill, sportsmanship, and unforgettable moments. Let’s celebrate the spirit of cricket together. @ACCMedia1 pic.twitter.com/OQKolRT5CS
— Jay Shah (@JayShah) August 30, 2023
advertisement
advertisement
এছাড়া কৃষ্ণ ফেরায় আমাদের পেস বিভাগের ভারসাম্য বেড়েছে। তবে ঘরের মাঠে বিশ্বকাপ হলেও হোম অ্যাডভান্টেজ’ পাওয়ার আশা করছেন না দ্রাবিড়। তাঁর মতে, গত ১০-১২ বছরে উপমহাদেশে হোম অ্যাডভান্টেজ ব্যাপারটাই অনেক কমে গিয়েছে। এখন আইপিএলের জন্য বিদেশি খেলোয়াড়রা কন্ডিশনের সঙ্গে সড়গড় হয়ে উঠছে।
বুধবার এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা উড়ে যাবেন ভারতীয় দলের ত্রিকেটাররা। প্রশ্ন উঠছে, এই আসরে টিম ইন্ডিয়ার ৪ ও ৫ নম্বরে কে নামবেন? স্বয়ং দ্রাবিড় যদিও এই চর্চাকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর মতে, এমন হাবভাব করা হচ্ছে যে, এই ব্যাপারে আমাদের স্বচ্ছতার অভাব রয়েছে। কিন্তু আদতে তা নয়। ১৮-১৯ মাস আগেই আমরা জানতাম, এই দুই পদের জন্য লড়াইয়ে তিনজন রয়েছে।
advertisement
শ্রেয়স, লোকেশ ও ঋষভ পন্থ, এই ত্রয়ীর মধ্যে কোনও দু’জনের সুযোগ প্রাপ্য ছিল। কিন্তু দুর্ঘটনাবশত, তিনজনই চোট পেল, যা ভাবাই যায়নি। ওদের সবারই অস্ত্রোপচার হল। তার জন্য অন্যদের ওই জায়গায় পরখ করে নিতে হল। কে পারছে, কে পারছে না, তা বোঝা জরুরি ছিল। এটাকে হয়তো আপনারা পরীক্ষা-নিরীক্ষা বলে চিহ্নিত করছেন। কিন্তু তার নেপথ্যেও কারণ ছিল।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 1:49 PM IST