এমনিতে রোনাল্ডোর অন্ধ ভক্ত ! তবে আজ মেসির জন্যই আর্জেন্টিনার জয় চাইবেন নাদাল
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Rafael Nadal optimistic about Argentina winning against Mexico tonight in Qatar World Cup. 'মেক্সিকোর ভাগ্যে আজ দুঃখ আছে! মেসির আর্জেন্টিনার পক্ষে বাজি ধরলেন টেনিস কিংবদন্তি নাদাল
#রোজারিও: তিনি নিজে একজন জীবন্ত কিংবদন্তি। ২২ টি গ্র্যান্ড স্ল্যাম এর মালিক। রাফায়েল নাদাল জানেন চ্যাম্পিয়নদের মানসিকতা কিরকম হয়। এই মুহূর্তে মেসির দেশ আর্জেন্টিনায় রয়েছেন তিনি। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল এই বিশ্বকাপে আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে। সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড এবং মেক্সিকো।
পরবর্তী দুই ম্যাচের মধ্যে যেকোনও একটিতে হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে লিওনেল স্ক্যালোনির দলকে। প্রিয় দলকে নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে সমর্থকদের। তবে সে তালিকায় থাকতে রাজি নন নাদাল। ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে বিশ্বকাপ মিশনে কাতারের মাটিতে পা রাখে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সেরা হওয়ার মিশনে শুরুতেই বড় ধাক্কা খায় লা আলবিসেলেস্তেরা। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে সৌদি আরবের কাছে। এরপরও অনেক দূর যাবে লিওনেল মেসির দল, এমনটাই বিশ্বাস টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের। আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাদাল বলেন, দলটির এক পরাজয় বিশ্বকে বদলে দেয়নি। তারা তো মাত্র একটি ম্যাচেই হেরেছে।
advertisement
advertisement
সামনে আরও দুটি ম্যাচ বাকি আছে। বাজে সময়ে সমর্থকদের কাছ থেকে তাদের সম্মান পাওয়া উচিত। তারা কোপা আমেরিকার শিরোপা জিতে বিশ্বকাপ খেলতে গিয়েছে। ইতিহাসের অন্যতম সেরা জয়রথে চড়ে আসা দলটির ওপর আপনি বিশ্বাস হারাবেন কেন। আমার মনে হয় আর্জেন্টিনা এখনও অনেক দূর যেতে পারবে।
Rafa Nadal knows all about resilience in sport and the 22-times Grand Slam tennis champion said Lionel Messi's Argentina can shake off the disappointment of their stunning World Cup defeat by Saudi Arabia and have a deep run in Qatar. https://t.co/n349bXw6Do
— Reuters Sports (@ReutersSports) November 23, 2022
advertisement
লিওনেল মেসি সম্পর্কে নাদাল বলেন, ক্রীড়াপ্রেমী হিসেবে এমন বিশেষ একজনের তারিফ আপনাকে করতেই হবে। আমরা তাকে তার ক্যারিয়ারের সেরা সময়ে লা লিগায় পেয়েছি। এজন্য নিজেকে ভাগ্যবান মনে করি। তিনি খেলার জগতে আমাদের অনেক দারুণ মুহূর্ত উপহার দিয়েছেন। নাদাল নিশ্চিত আজ রাতেই বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা।
মেসি চ্যাম্পিয়ন ফুটবলার, সঙ্গে ডি মারিয়া, মার্টিনেজ, ডে পলরাও মরিয়া থাকবেন সৌদি ম্যাচ হেরে যাওয়ার দুঃখ ভুলতে। তাই আজ রাতে আর্জেন্টাইন সমর্থকদের মত টিভির সামনে তিনিও রাত জাগবেন মেসির আর্জেন্টিনার জয় দেখার জন্য। তিনি মনে করেন আর্জেন্টিনা নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলা তুলে ধরতে পারলে দুই থেকে তিন গোলে জয় তুলে নেওয়ার ক্ষমতা রাখে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2022 4:48 PM IST