Rafael Nadal: ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন আহত নাদাল, ২০২৪-এ অবসরের জল্পনা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Rafael Nadal: শুধু ফরাসি ওপেনই নয়, আগামী উইম্বলডন থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েল নাদাল।
কলকাতা: মন খারাপ করা খবর। ২০০৪ সালের পর এই প্রথম। সুরকির কোর্টে ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল নাম তুলে নিলেন এবারের ফরাসি ওপেন থেকে। চোটের কারণেই এমন সিদ্ধান্ত নাদালের। গত জানুয়ারি মাসে কোমরের নীচে চোট পেয়েছিলেন নাদাল। তা এখনও ঠিক না হওয়ার কারণেই, এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন টেনিস তারকা।
শুধু ফরাসি ওপেনই নয়, আগামী উইম্বলডন থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েল নাদাল। ৩৬ বছর বয়সি টেনিসের মহাতারকা ফের কবে কোর্টে ফিরবেন, তা অবশ্য এখনও জানা যায়নি। তারই সঙ্গে আরও বড় জল্পনা, সামনের বছরই কেরিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে পারেন নাদাল।
Rafa,
We can’t imagine how hard this decision was. We’ll definitely miss you at this year’s Roland-Garros. Take care of yourself to come back stronger on courts.
Hoping to see you next year in Paris 🧡 pic.twitter.com/lTN3GExBFo
— Roland-Garros (@rolandgarros) May 18, 2023
advertisement
advertisement
“I’m not the kind of guy who comes to play at Roland-Garros only to be there. I need to stop. Just for a moment. Maybe a month, two or three before going back to training. It is the best thing to do for my health.” @RafaelNadal
🎙️ https://t.co/EOiMFTH7HT pic.twitter.com/3KAHhYiTmM
— Roland-Garros (@rolandgarros) May 18, 2023
advertisement
আরও পড়ুন: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, News18 Bangla-র ওয়েবসাইটে এক ক্লিকে দেখুন রেজাল্ট
নাদাল তাঁর কেরিয়ারের ২২টি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে ১৪টিই জিতেছেন ফরাসি ওপেন। সংবাদমাধ্যমে নাদাল বলেছেন, ‘এবার আমার পক্ষে ফরাসি ওপেনে নামা একেবারেই সম্ভব নয়। অস্ট্রেলিয়ান ওপেনে আমাকে যে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, এখনও সেই সমস্যা একেবারেই সমাধান হয়নি। তাই আমি কোনও রকম ঝুঁকি নিতে চাই না। সেই জন্য ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি।’
advertisement
আরও পড়ুন: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, মার্কশিট ও সার্টিফিকেটে কি থাকছে নতুন কোনও চমক?
আগামী ২৮ মে, ২০২৩ থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। বৃহস্পতিবার মায়োরকায় নিজের অ্যাকাডেমিতে নাদালের আরও বক্তব্য, ‘আমি কিছুটা সময় নিয়ে নিজের সর্বোচ্চ খেলাটা খেলতে চেয়েছিলাম। কিন্তু চোট সমস্যায় ফেলে দিল। তবে যখনই মনে করব সম্পূর্ণ ফিট হয়ে আমি ফিরে আসবো। ডেভিস কাপ খেলায় ফিরে আসার লক্ষ্য নিয়ে থাকবো। ২০২৪ সালে সম্ভবত পেশাদার টেনিসে আমার শেষ বছর হতে চলেছে। আমার জন্য গুরুত্বপূর্ণ সব টুর্নামেন্টকে উপভোগ করে বিদায় জানানোই আমার লক্ষ্য’।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 8:56 AM IST