PV Sindhu: দাপটে জয় দিয়ে প্যারিস অভিযান শুরু সিন্ধুর, প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্ট্রেট সেটে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Paris Olympics 2024, PV Sindhu: প্যারিসে পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। অলিম্পিক্স ২০২৪-র শুরুটাও সেই প্রত্যাশা মতই দাপটের সঙ্গে করলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু।
প্যারিস: প্যারিসে পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। অলিম্পিক্স ২০২৪-র শুরুটাও সেই প্রত্যাশা মতই দাপটের সঙ্গে করলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। প্রতিযোগিতার প্রথম পর্বের ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না সিন্ধু। হেলায় হারালেন মলদ্বীপের প্রতিপক্ষকে। স্ট্রেট সেটে ম্যাচে জিতে জায়গা করে নিলেন প্রতিযোগিতার পরের রাউন্ডে জায়গা পাকা করে নিলেন সিন্ধু।
এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে পাওয়া যায় পিভি সিন্ধুকে। ভারতীয় শাটলারের অ্যাটাকের সামনে কোনও জবাবই ছিল মলদীপে ফতেমা আবদুল রাজ্জাকের। প্রথম সেট থেকেই নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে একের পর এক পয়েন্ট জিতে নেন সিন্ধু। প্রথম সেট ২১-৯ ব্যবধানে জেতেন সিন্ধু। দ্বিতীয় সেটেও ম্যাচর রাশ একেবারে নিজের হাতে নিয়ে নেন ভারতীয় শাটলার। ২১-৬ ব্যবধানে জেতেন তিনি।
advertisement

advertisement
এই জয়ের ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে পিভি সিন্ধুর। ৩১ জুলাই তাঁর পরিবর্তী ম্যাচ। প্রতিপক্ষ এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা। ৩১ জুলাউ ভারতীয় সময় দুপুর ১২.৫০ থেকে শুরু হবে সিন্ধু পরবর্তী ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে সরাসরি প্যারিস অলিম্পিক্সের শেষ ষোলোয় জায়গা পাকা করে নেবেন ভারতের তারকা ব্যাডমিন্টন প্লেয়ার।
advertisement
🇮🇳 𝗔 𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁 𝘀𝘁𝗮𝗿𝘁 𝗳𝗼𝗿 𝗣𝗩 𝗦𝗶𝗻𝗱𝗵𝘂! PV Sindhu begins her Olympic campaign in the best possible way, as she comfortably defeats Fathimath Abdul Razzaq in her first group stage game. A positive sign for Sindhu, as she looked strong right from the beginning.… pic.twitter.com/vSWUFRKRvD
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 28, 2024
advertisement
আরও পড়ুনঃ Paris Olympics 2024: সোনার পদকে সোনা তো থাকেই, এবারের অলিম্পিক্স পদকে থাকবে আইফেল টাওয়ারের টুকরো!
প্রসঙ্গত, রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন পিভি সিন্ধু। টোকিওতে সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্রোঞ্জ জিতে। ভারতের প্রথম খেলোয়ার হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জয়ের রেকর্ড গড়েছিলেন পিভি সিন্ধু। তবে সোনা জয় এখনও অধরা। এবার প্যারিসে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল পিভি সিন্ধু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2024 1:56 PM IST