Paris Olympics 2024: সোনার পদকে সোনা তো থাকেই, এবারের অলিম্পিক্স পদকে থাকবে আইফেল টাওয়ারের টুকরো!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Paris Olympics 2024: একটি অফিসিয়াল অলিম্পিক স্বর্ণপদকে কমপক্ষে ৯২.৫% রৌপ্য এবং ন্যূনতম ৬ গ্রাম সোনা থাকতে হবে।
প্যারিসে অলিম্পিক্সে একাধিক জিনিস প্রথমবার দেখল বিশ্ব৷ স্টেডিয়াম নয় ওপেনিং সেরিমনি বসেছিল স্যেন নদীতে৷ এছাড়াও এবারের অলিম্পিক্সকে সবুজতম অলিম্পিক্স করার লক্ষ্যে আরও একাধিক পদক্ষেপ নিয়েছে আয়োজকরা৷ একটি ষড়ভূজ প্রতিটা অলিম্পিক্স পদকে গ্রথিত থাকবে৷ সেটি আসলে প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারের অংশ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ছয়টি ধাতব উপাঙ্গ — প্রতিটির জন্য একটি ষড়ভুজ ঠিক করার জন্য ব্যবহৃত হয়। পদকের সামান্য অবতল আকৃতির কারণে এই encrusting সম্ভব, যা প্রতিটি পাশের নকশায় গভীরতা যোগ করে। প্যারিস 2024 এর জন্য, সেটিং এর জন্য বিখ্যাত আইফেল টাওয়ার রিভেটস এর মতন বিশিষ্ট "ক্লাউস ডি প্যারিস" হোবনেল আকৃতি বেছে নেওয়া হয়েছে।