PV Sindhu : সিন্ধু, শ্রীকান্তদের বিশাল জয়, ব্যাডমিন্টনে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা ভারতের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
PV Sindhu along with Kidambi Srikanth gives India dominant win over Pakistan at CWG 2022. সিন্ধু, শ্রীকান্তদের বিশাল জয়, ব্যাডমিন্টনে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা ভারতের
#বার্মিংহাম: কমনওয়েলথ গেমসের প্রথম দিনটা ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে লড়াই করেও হেরে গিয়েছে ভারতের মেয়েরা। ব্যাডমিন্টনে অবশ্য পাকিস্তানকে প্রথম দিনেই উড়িয়ে দিল ভারত। মিক্সড ডবলস, পুরুষ এবং মহিলা সিঙ্গলসে ভারতের দাপটের সামনে সামান্য লড়াই পর্যন্ত করতে পারেনি পাকিস্তান।
প্রথম ম্যাচে অশ্বিনী এবং সুমিত রেড্ডি জুটি গজল সিদ্দিকী এবং ভাট্টি জুটিকে ২১-৯, ২১-১২ ব্যবধানে হারালেন। দ্বিতীয় ম্যাচে পুরুষদের শ্রীকান্ত হারালেন মুরাদ আলিকে। ব্যবধান ২১-১২। তবে সবচেয়ে দাপট দেখালেন পি ভি সিন্ধু। পাকিস্তানের পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মাহুর শাহজাদকে ২১-৭, ২১-৬ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি।
advertisement
advertisement
সিন্ধুর সামনে মাহুরকে দেখে শিক্ষানবিশ মনে হচ্ছিল। যেমন ইচ্ছে তেমন পয়েন্ট নিলেন ভারতীয় তারকা। দুজনের পার্থক্যটা বোঝা যাচ্ছিল সহজেই। সিন্ধু কেন অলিম্পিকে ব্রোঞ্জ এব রূপো জয় করেছেন সেটা আবার প্রমাণ করলেন। সব মিলিয়ে প্রথম দিনে ব্যাডমিন্টন ইঙ্গিত দিয়ে রাখল এবার একাধিক পদক আসতে পারে।
#CommonwealthGames | In Badminton, * India beat Pakistan by 3-0 in opening group stage match of mix team event * PV Sindhu beat Pakistan's Mahoor Shahzad 21-7 21-6 * Kidambi Srikanth beat Pak's Murad Ali 21-7 21-12 * Ashwini Ponappa/Sumeeth Reddy beat Pak pair 21-9 21-12 pic.twitter.com/1IyxMi7KVA
— ANI (@ANI) July 29, 2022
advertisement
তবে এরপর ভারতের চ্যালেঞ্জ কিছুটা কঠিন হবে ইংল্যান্ড, কানাডার তারকারা সামনে পড়লে। কিন্তু সিন্ধুর ওপর পদকের আশা ছাড়া কি করছে না ভারত। তিনি নিজেও জীবনের প্রথম কমনওয়েলথ স্বর্ণপদ জিততে মরিয়া। পাশাপাশি ভারতের তরুণ প্রতিভা লক্ষ্য সেনকে নিয়েও আশা আছে ভারতের। শ্রীকান্ত স্বর্ণপদক জয়ের যোগ্যতা রাখেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2022 8:57 PM IST