টালির ঘরে বাস, সংসার চালাতে দিনমজুরের কাজ! অভাবকে হারিয়ে স্বর্ণপদক, পুরুলিয়ার চিরঞ্জিতের 'ঘুষি'তে জয় পেল বাংলা

Last Updated:

চিরঞ্জিতের এখন একটাই আশা, সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে একদিন ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে বক্সিং রিংয়ে লড়াই করবেন তিনি এবং দেশের পতাকা উড়াবেন গর্বের সঙ্গে।

+
চিরঞ্জিতের

চিরঞ্জিতের সাফল্যে উজ্জ্বল পুরুলিয়া

পুরুলিয়া, শান্তনু দাস: আন্তঃরাজ্য বক্সিং প্রতিযোগিতায় বাংলার হয়ে খেলে স্বর্ণপদক জিতে এবার রাজ্য তথা পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করলেন পুরুলিয়ার ছেলে চিরঞ্জিত বাউরি। সম্প্রতি রাঁচির বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ, যেখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি অংশ নেন দিল্লি, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার প্রতিযোগীরা। সেই প্রতিযোগিতাতেই বক্সিং রিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলার হয়ে স্বর্ণপদক অর্জন করেন চিরঞ্জিত।
পুরুলিয়ার আদ্রা রেলশহরের জ্যোতিমোড় এলাকার বাসিন্দা ৩০ বছর বয়সী চিরঞ্জিত বাউরি বর্তমানে তার মা-কে নিয়ে টালির ছাউনি দেওয়া এক মাটির বাড়িতে থাকেন। অভাবের সংসার, সীমিত আয়। কিন্তু লড়াই থামেনি তার। ২০১৬ সালে বাবা জীবন বাউরির মৃত্যুর পরেই আর্থিক অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় চিরঞ্জিতের। তারপর থেকেই তিনি নিয়মিত বক্সিং অনুশীলন শুরু করেন স্থানীয় নেতাজি সেবক সংঘ ক্লাবে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তিকেই সঙ্গী করে আজ তিনি দাঁড়িয়েছেন সাফল্যের শিখরে।
advertisement
advertisement
বর্তমানে পুরুলিয়ার আদ্রায় এক ঠিকাদারের অধীনে মুন্সি কাজ করেন চিরঞ্জিত। সংসারের দায়িত্ব পালন করার পাশাপাশি কখনও দিনমজুর হিসেবে, আবার কখনও অন্যদের বক্সিং শেখিয়ে উপার্জন করেন তিনি। কিন্তু এত কষ্টের মাঝেও বক্সিং ছাড়েননি। চিরঞ্জিতের কথা, “আগামীদিনে তার স্বপ্ন রয়েছে ভারতের হয়ে খেলার। কিন্তু আর্থিক অসুবিধার কারণে সেই পথটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আজ তার কাছে। সংসার চালানোর পাশাপাশি, বক্সিংয়ের সরঞ্জাম কেনা থেকে শুরু করে প্রতিদিনের নির্দিষ্ট খাদ্যাভ্যাস বজায় রাখা, সবকিছুর খরচই অনেক। সরকারি সাহায্য পেলে আরও ভালভাবে অনুশীলন করে দেশের নাম উজ্জ্বল করতে পারবে বলে আশাবাদী চিরঞ্জিত।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চিরঞ্জিতের এখন একটাই আশা, সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে একদিন ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে বক্সিং রিংয়ে লড়াই করবেন তিনি এবং দেশের পতাকা উড়াবেন গর্বের সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টালির ঘরে বাস, সংসার চালাতে দিনমজুরের কাজ! অভাবকে হারিয়ে স্বর্ণপদক, পুরুলিয়ার চিরঞ্জিতের 'ঘুষি'তে জয় পেল বাংলা
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement