Purba Bardhaman News: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ৫০ টি পদক পেল বর্ধমানের প্রতিযোগীরা

Last Updated:

বর্ধমানের ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল 'ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২'-এ। ৫০ জন প্রতিযোগী পেল পদক। পদকগুলির মধ্যে রয়েছে ১০টি সোনা, ১৩টি রুপো এবং ২৭টি ব্রোঞ্জ। প্রতিযোগীরা প্রত্যেকেই পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস অ্যাকাডেমির  শিক্ষার্থী বলে জানা গেছে ।

+
title=

#পূর্ব বর্ধমান: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ৫০ টি পদক ছিনিয়ে আনল বর্ধমানে প্রতিযোগীরা। গত ৩০ ও ৩১ জুলাই এই দু’দিন ধরে কলকাতায় ‘ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২’- এর আসর বসে। ৩০ তারিখ কম্পিটিশনটি হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এরপর ৩১ তারিখ কম্পিটিশনটি হয় ক্ষুদিরাম মঞ্চে। অল ইন্ডিয়া সেই শিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ভুটানসহ একাধিক দেশ থেকে প্রায় ৪০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলা থেকে অংশগ্রহন করেছিল মোট ৯৬ জন প্রতিযোগী । তার মধ্যে ৫০ টি পদক এল পূর্ব বর্ধমানে।
advertisement
advertisement
পদকগুলির মধ্যে রয়েছে ১০টি সোনা, ১৩টি রুপো এবং ২৭টি ব্রোঞ্জ। প্রতিযোগীরা প্রত্যেকেই পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস অ্যাকাডেমির  শিক্ষার্থী বলে জানা গেছে । এই সাফল্যে খুশি দ্য মার্শাল আর্টস অ্যাকাডেমির  প্রধান প্রশিক্ষক। খুশি গোটা জেলাবাসী।
advertisement
অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জনিয়েছেন, ধ্রুবজিৎ দত্ত, শ্রেয়সী ঘোষ ও অঞ্জনাভ সাধু দুটি করে স্বর্ণপদক এবং বৈদ্যুতি মণ্ডল, ঈশানী গুপ্তা , সঞ্চিতা রাম ও দেবনীল মণ্ডল একটি করে স্বর্ণপদক পেয়েছে । আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা খুব কঠিন হয় । আর ওই কঠিন প্রতিযোগিতার মধ্যেও এই সাফল্য খুবই গর্বের বিষয়। আমার শিক্ষার্থীর এই সাফল্যে তিনি খুব খুশি ।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Purba Bardhaman News: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ৫০ টি পদক পেল বর্ধমানের প্রতিযোগীরা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement