IPL 2025 Final: শ্রেয়সের স্বপ্নের ইনিংস! মুম্বইয়ের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে পঞ্জাব, নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল

Last Updated:

Punjab Kings Beat Mumbai Indians By 5 Wicketsছ নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল ২০২৫। আরসিবি আগেই ফাইনালে পৌছে গিয়েছিল, আর দ্বিতীয় কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে শেষ যুদ্ধে পৌছে গেল পঞ্জাব কিংস।

News18
News18
নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল ২০২৫। আরসিবি আগেই ফাইনালে পৌছে গিয়েছিল, আর দ্বিতীয় কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে শেষ যুদ্ধে পৌছে গেল পঞ্জাব কিংস। মেগা ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২০২৪-এ কেকেআরকে ফাইনালে তোলা ও চ্যাম্পিয়ন করার পর এবার ১১ বছর পর পঞ্জাবকে ফাইনালে তুললেন শ্রেয়স। মুম্বইয়ের ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় পঞ্জাব। ৪১ বলে ৮৭ রানের স্মরণীয় ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। ৮টি ছয় ও ৫টি চারে সাজানো তাঁর ইনিংস।
বৃষ্টির পূর্বাভাস থাকায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। রোহিত শর্মা রান না পেলেও দ্বিতীয় উইকেটে জনি বেয়ারস্টো ও তিলক বর্মা ঝড়ো ৫১ রানের পার্টনারশিপ করেন। বেয়ারস্টো ব্যক্তিগত ৩৮ রান করে ফেরার পর তিলক বর্মার সঙ্গে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব। মারকাটারি ব্যাটিং করে দুজন মিলে জুটিতে ৭২ রান যোগ করে।
advertisement
ওভার পিছু প্রায় ১০ রানের গতিতে রান করে মুম্বই। এরপর হার্দিক পান্ডিয়া বড় রান করতে ব্যর্থ হন। শেষের দিকে স্লগ ওভারে দুরন্ত ব্যাটিং করেন নমন ধীর। ১৮ বলে ৩৭ রান করেন তিনি। নমন ধীরের মারকাটারি ব্যাটিং মুম্বইকে ২০০-র দোরগোড়ায় পৌছে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাব কিংসের। প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং বড় রান করতে পারেননি। তবে জস ইংলিশ ক্রিজে এসেই দ্রুত গতিতে রান তোলা শুরু করেন। তবে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলেই আউট হন অজি তারকা। ৭২ রানের মধ্যে ৩ উইকেট পড়ে গিয়েছিল পঞ্জাবের। এরপর দলের ইনিংসের রাশ অধিনায়ক শ্রেয়স আইয়ার ও নেহাল ওয়াধেরা।
advertisement
ঠান্ডা মাথায় অতিরিক্ত ঝুঁকি না নিয়ে ব্যাট করার পাশাপাশি দ্রুত গতিতে রান তুলতে থাকেন শ্রেয়স ও নমন ধীর। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজনে। ৮৪ রান জুটিতে যোগ করেন তারা। তবে অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন নেহাল ওয়াধেরা। ৪৮ রান করে আউট হন তিনি। এরপর শশাঙ্ক সিংও ২ রান করে রানআউট হন।
advertisement
তবে নিজের ইনিংস চালিয়ে যান শ্রেয়স আইয়ার। হাফ সেঞ্চুরি করেন তিনি। শেষের দিকে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে কার্যত একার হাতে দলকে টানেন শ্রেয়স। একাই ম্যাচ ফিনিশ করেন শ্রেয়স আইয়ার। স্লগ ওভারে রুদ্রমূর্তি ধারন করনে পঞ্জাব কিংস অধিনায়ক। মুম্বইয়ের বিদায় ঘণ্টা বাজিয়ে ৫ উইকেটে পঞ্জাব কিংসকে জয় এনে দেন শ্রেয়স। ৩ তারিখ মেগা ফাইনালে মুখোমুখি আরসিবি ও পঞ্জাব।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025 Final: শ্রেয়সের স্বপ্নের ইনিংস! মুম্বইয়ের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে পঞ্জাব, নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement