Bengaluru Stampede News: চিন্নাস্বামীর মর্মান্তিক ঘটনায় কী এল প্রাথমিক তদন্তে? জেনে নিন বিস্তারিত

Last Updated:

Bengaluru Stampede News: চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির সেলিব্রেশন এর সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

News18
News18
চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির সেলিব্রেশন এর সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ‌ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ২০২৫ জয় উদযাপন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার ঘটে। বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খল ভিড়ের পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর পাশাপাশি অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে যে তথ্যগুলি উঠে আসছে, প্রথম, বুধবার গোটা সেলিব্রেশনের অনুষ্ঠানেই আপত্তি ছিল বেঙ্গালুরু পুলিশের। কিন্তু সেই আপত্তি শোনেনি আরসিবি। একপ্রকার বাধ্য হয়েই পুলিশ আরসিবির অনুষ্ঠানের অনুমতি দেয়। পদপিষ্ট হওয়ার ঘটনার আগে ও পরে একাধিক চিঠি চালাচালি হয়েছে কর্নাটক ক্রিকেট সংস্থা, আরসিবি এবং প্রশাসনের মধ্যে। পুলিশ প্রথমে গোটা অনুষ্ঠানটিই রবিবার সরিয়ে নিতে চেয়েছিল। পরে বাধ্য হয়ে বুধবার শর্তসাপেক্ষ সেলিব্রেশনের অনুমতি দেয়।
advertisement
দ্বিতীয়ত, পুলিশের অনুমতি না পাওয়া সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া পোস্টে কেন বিজয় মিছিলের কথা ঘোষণা করা হল? বিজয় মিছিলের খবর প্রকাশ্যে আসতেই বুধবার সকাল থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম চত্বরে ভিড় জমাতে শুরু করে আরসিবি ফ্যানেরা। পরে পরিস্থিতিবেগতিক হতে পারে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। মানুষেরে আবেগ বুঝতে কেন এত দেরি হল আরসিনি কর্তৃপক্ষ ও প্রশাসনের।
advertisement
advertisement
তৃতীয়ত,পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে আনুমানিক সময় ৩:৫০ নাগাদ। সেই সময় স্টেডিয়ামে পৌঁছয়নি আরসিবি টিম বাস। এমনকি অভিযোগ, অ্যাম্বুলেন্সকে দাঁড় করিয়ে টিম বাসকে মাঠে ঢোকানো হয়েছিল। প্রায় ৪০ মিনিট ধরে অনুষ্ঠান হয়েছে। অর্থাৎ দুর্ঘটনার খবর পাওয়ার পর অনুষ্ঠান দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে সেই যুক্তিটা ঠিক নয়।
advertisement
এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা শহরকে শোকাহত করেছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রশ্ন উঠেছে প্রশাসনের সিদ্ধান্ত এবং নিরাপত্তা ব্যবস্থাপনার যথার্থতা নিয়ে। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। আরসিবির স্বপ্নের সাফল্যে ক্ষত হয়ে থেকে গেল এই মর্মান্তিক ঘটনা।
বাংলা খবর/ খবর/খেলা/
Bengaluru Stampede News: চিন্নাস্বামীর মর্মান্তিক ঘটনায় কী এল প্রাথমিক তদন্তে? জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement