Home /News /sports /
IND vs WI, Prasidh Krishna: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ সেরা হয়ে নতুন মন্ত্র প্রসিদ্ধ কৃষ্ণর! জানেন কী ?

IND vs WI, Prasidh Krishna: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ সেরা হয়ে নতুন মন্ত্র প্রসিদ্ধ কৃষ্ণর! জানেন কী ?

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নয় উইকেট নিয়ে সিরিজ সেরা প্রসিদ্ধ কৃষ্ণ

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নয় উইকেট নিয়ে সিরিজ সেরা প্রসিদ্ধ কৃষ্ণ

Prasidh Krishna wants to stay grounded after winning player of the series. ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নয় উইকেট নিয়ে সিরিজ সেরা প্রসিদ্ধ কৃষ্ণ

 • Share this:

  #আমেদাবাদ: তার প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না কখনই। ছয় ফুট দুই ইঞ্চির ফাস্ট বোলার ভারতের ভবিষ্যতের সম্পদ সেটা জানাই ছিল। জাভাগাল শ্রীনাথ এবং ভেঙ্কটেশ প্রসাদের রাজ্য কর্ণাটক থেকে ভারতীয় দলে এসে বছরখানেক আগে একদিনের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি উইকেট তুলে নিয়েছিলেন। জানান দিয়েছিলেন তার আগমনের। কিন্তু তারপর থেকে ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে। চোট পেয়েছেন। রিহাব করতে সময় গিয়েছে।

  আরও পড়ুন - Rohit Sharma on IND vs WI: ক্যারিবিয়ানদের দুরমুশ করেও উচ্ছ্বসিত হতে রাজি নন ক্যাপ্টেন রোহিত! কী বললেন?

  আবার জাতীয় দলে কামব্যাক সম্ভব কিনা প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু নিজের উপরে বিশ্বাস হারাননি প্রসিদ্ধ কৃষ্ণ। মন দিয়ে ট্রেনিং করেছেন। বিজয় হাজারে টুর্নামেন্টে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নয় উইকেট তুলে নিয়ে সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। স্বাভাবিকভাবেই প্রচন্ড খুশি। তবে উত্তেজিত হতে নারাজ।

  আরও পড়ুন - IND vs WI, 3rd ODI: সিরাজ, প্রসিদ্ধদের দাপটে হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ! বড় জয় রোহিতের ভারতের

  পুরস্কার নিতে গিয়ে বেঙ্গালুরুর ছেলে জানালেন, একজন ফাস্ট বোলারের জীবন অন্য ক্রিকেটারদের থেকে তুলনায় কঠিন। শেষ এক বছর নিজেকে নতুন করে তৈরি করেছি। রাজ্য দলের হয়ে যত বেশি ম্যাচ খেলা সম্ভব চেষ্টা করেছি খেলে যাওয়ার। বিজয় হাজারে খেলেছি। বলের গতি কিছুটা বেড়েছে। বাউন্স আদায় করছি। আমি জানতাম এই সিরিজে আমি ছন্দে থাকব।

  কটা উইকেট পাব, সেটা আমার হাতে ছিল না। কিন্তু সাফল্য পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলাম। একজন ফাস্ট বোলার হিসেবে উপভোগ করি যখন আমার বলে বিপক্ষ ব্যাটসম্যান খোঁচা দিয়ে উইকেট এর পেছনে আউট হন। এটা আমাকে আরও ভাল বল করতে উদ্বুদ্ধ করে। দ্বিতীয় একদিনের ম্যাচে চারটি উইকেট নেওয়ার পর মনে হয়েছিল যেটা চাইছি, সেটা করতে পারছি।

  ফাস্ট বোলার হিসেবে যে ছন্দ প্রয়োজন, সেটা ফিরে পেয়েছি। অধিনায়ক রোহিত শর্মার সমর্থন পেয়েছি। সিরাজ, দীপক চাহারদের সাহায্য পেয়েছি। আমি জানি বুমরাহ, শামির মত ফাস্ট বোলার দলে থাকায় আমার পক্ষে জায়গা করা সহজ নয়। তাই এই সুযোগ দুহাত পেতে নিয়েছি।

  আশা করি নিজের সেরাটা উজাড় করে দিতে পারব। যদিও কলকাতায় টি টোয়েন্টি সিরিজে তিনি নেই। পরের বছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে তাকে রেখেই প্ল্যানিং করবে বিসিসিআই। রোহিত শর্মা নিজে জানিয়েছেন তিনি প্রসিদ্ধ কৃষ্ণর কত বড় ভক্ত।

  Published by:Rohan Chowdhury
  First published:

  Tags: Ind vs WI, Prasidh Krishna

  পরবর্তী খবর