PM Narendra Modi meets R Praggnanandhaa: 'দেশের তরুণদের জন্য তুমি উদাহরণ, তোমার জন্য গর্বিত', প্রজ্ঞানন্দের সঙ্গে সাক্ষাতের পর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Last Updated:

PM Narendra Modi meets R Praggnanandhaa: বৃহস্পতিবার প্রজ্ঞানন্দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভব ৭ লোক কল্যাণ মার্গে প্রজ্ঞানন্দ ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী।

নয়া দিল্লি: মাত্র ১৮ বছর বয়সেই দাবা বিশ্বকাপে রানার্স হয়ে দেশকে গর্বিত করেছেন আর প্রজ্ঞানন্দ। ফাইনালে কার্লসেনের কাছে লড়াই করে টাই ব্রেকারে হারলেও প্রজ্ঞার কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। বৃহস্পতিবার প্রজ্ঞানন্দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভব ৭ লোক কল্যাণ মার্গে প্রজ্ঞানন্দ ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদী দাবা বিশ্বকাপ চলাকালীন একাধিকবার সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তরুণ গ্র্যান্ডমাস্টারের প্রশংসা করেছেন। এদিন প্রজ্ঞনন্দ ও তাঁর মা-বাবার সঙ্গে দীর্ঘসময় কথা বলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধামন্ত্রী লেখেন, আজ এক বিশেষ অতিথিকে পেয়েছিলাম। প্রজ্ঞানন্দ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আনন্দিত। আপনার সাফল্য উদাহরণ তৈরি করেছে কীভাবে ভারতের তরুণরা যেকোনও ডোমেইন জয় করতে পারে। তোমার জন্য গর্বিত।”
advertisement
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রজ্ঞানন্দও। নিজের জেতা মেডেল প্রধামন্ত্রীকে দেখান প্রজ্ঞানন্দ। তরুণ গ্র্যান্ডমাস্টার লেখেন,”মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে দেখা করাটা খুবই সম্মানের ছিল! আমাকে এবং আমার বাবা-মাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার”।
advertisement
দাবা বিশ্বকাপে রানার্স হওয়ার পর প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানিয়েছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আননদ, কিংবদন্তী সচিন তেন্ডুলকর সহ অন্যান্যরা। মাহিন্দ্রা গ্রুপ দাবাতে প্রজ্ঞানন্দের কৃতিত্বকে সম্মান জানাতে একটি SUV গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PM Narendra Modi meets R Praggnanandhaa: 'দেশের তরুণদের জন্য তুমি উদাহরণ, তোমার জন্য গর্বিত', প্রজ্ঞানন্দের সঙ্গে সাক্ষাতের পর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement