Asia Cup 2023 Know Nepal Cricket Team Salary: একজন কেরানির থেকেও কম! নেপাল ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি সত্যিই অবাক করার মত

Last Updated:
Know Nepal Cricket Team Salary Scale and Match Fee rules You will Surprise: এই প্রথম এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল। ক্রিকেট দুনিয়ায় পা রাখার পর বেশি বছর না হলেও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এবার এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে অংশ নিতে পেরেছে নেপাল। তবে নেপালের ক্রিকেটারদের বেতন জানলে অবাক হবেন আপনিও।
1/6
এই প্রথম এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল। ক্রিকেট দুনিয়ায় পা রাখার পর বেশি বছর না হলেও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এবার এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে অংশ নিতে পেরেছে নেপাল। তবে নেপালের ক্রিকেটারদের বেতন জানলে অবাক হবেন আপনিও।
এই প্রথম এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল। ক্রিকেট দুনিয়ায় পা রাখার পর বেশি বছর না হলেও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এবার এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে অংশ নিতে পেরেছে নেপাল। তবে নেপালের ক্রিকেটারদের বেতন জানলে অবাক হবেন আপনিও।
advertisement
2/6
ভারতীয় ক্রিকেটার যেখানে কোটি কোটি টাকা কামাচ্ছে সেখানে নেপালের ক্রিকেটারজের বেতন একজন সরকারি চাকুরিজীবি কেরানির থেকেও কম। শুনতে অবাক লাগলেও এই কথা সত্য। নেপালের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি অনুসারে ক্রিকেটারদের এ, বি ও সি মোট ৩ ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে।
ভারতীয় ক্রিকেটার যেখানে কোটি কোটি টাকা কামাচ্ছে সেখানে নেপালের ক্রিকেটারজের বেতন একজন সরকারি চাকুরিজীবি কেরানির থেকেও কম। শুনতে অবাক লাগলেও এই কথা সত্য। নেপালের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি অনুসারে ক্রিকেটারদের এ, বি ও সি মোট ৩ ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে।
advertisement
3/6
এবার এ ক্যাটেগরির মধ্যে যারা রয়েছে তারা নেপালের টাকায় ৬০ হাজার টাকা প্রতি মাসে বেতন পায়। এছাডা ও বি এবং সি ক্যাটেগরিতে যারা রয়েছে তারা প্রতি মাসে ৫০ ও ৪০ হাজার টাকা করে বেতন পায়। ফলে সাধারণভাবে শুনে মনে হতে পারে নতুন ও ছোট্ট দেশের ক্রিকেট বোর্ড হিসেবে এমন কী কম বেতন।
এবার এ ক্যাটেগরির মধ্যে যারা রয়েছে তারা নেপালের টাকায় ৬০ হাজার টাকা প্রতি মাসে বেতন পায়। এছাডা ও বি এবং সি ক্যাটেগরিতে যারা রয়েছে তারা প্রতি মাসে ৫০ ও ৪০ হাজার টাকা করে বেতন পায়। ফলে সাধারণভাবে শুনে মনে হতে পারে নতুন ও ছোট্ট দেশের ক্রিকেট বোর্ড হিসেবে এমন কী কম বেতন।
advertisement
4/6
এবার আসা যাক আসল জায়গায়। নেপালের ক্রিকেটাররা যে বেতন পায় তা ভারতীয় টাকায় দেখতে গেলে সত্যিই অনেকটা কম। এ ক্যাটেগরির যে ক্রিকেটার নেপালের টাকায় ৬০ হাজার পায় ভারতীয় টাকা। সেটা ৩৭ হাজার টাকার কিছু বেশি পান। এছাডা বি- ৫০ হাজার ও সি-তে যারা ৪০ হাজার পায় নেপালের টাকা তার ভারতীয় টাকায় মূল্য হল ৩১ হাজার টাকার কিছু বেশি ও ২৫ হাজার টাকার মতন পান।
এবার আসা যাক আসল জায়গায়। নেপালের ক্রিকেটাররা যে বেতন পায় তা ভারতীয় টাকায় দেখতে গেলে সত্যিই অনেকটা কম। এ ক্যাটেগরির যে ক্রিকেটার নেপালের টাকায় ৬০ হাজার পায় ভারতীয় টাকা। সেটা ৩৭ হাজার টাকার কিছু বেশি পান। এছাডা বি- ৫০ হাজার ও সি-তে যারা ৪০ হাজার পায় নেপালের টাকা তার ভারতীয় টাকায় মূল্য হল ৩১ হাজার টাকার কিছু বেশি ও ২৫ হাজার টাকার মতন পান।
advertisement
5/6
এছাড়া প্রতি ম্যাচ পিছু নেপালের ক্রিকেটাররা যে আলাদা টাকা পায় তার পরিমাণ জানলেও অবাক হবেন। একটি ওডিআই ম্যাচে জন্য নেপালের টাকায় ১০ হাজার ও টি-২০ ম্যাচের জন্য ৫ হাজার টাকা পান। যা ভারতীয় টাকায় গিয়ে দাঁড়াচ্ছে ৬ হাজার টাকার কিছু বেশি এবং ৩ হাজার টাকার কিছু বেশি পান।
এছাড়া প্রতি ম্যাচ পিছু নেপালের ক্রিকেটাররা যে আলাদা টাকা পায় তার পরিমাণ জানলেও অবাক হবেন। একটি ওডিআই ম্যাচে জন্য নেপালের টাকায় ১০ হাজার ও টি-২০ ম্যাচের জন্য ৫ হাজার টাকা পান। যা ভারতীয় টাকায় গিয়ে দাঁড়াচ্ছে ৬ হাজার টাকার কিছু বেশি এবং ৩ হাজার টাকার কিছু বেশি পান।
advertisement
6/6
এবার আপনারা ভাবুন ভারতীয় ক্রিকেটে এ, বি ও সি ক্যাটেগরির ক্রিকেটাররা কত টাকা পায়। সেই তুলনায় নেপালের ক্রিকেটারদের বেতন কিছুই নয়। তারপরও কঠিন পরিশ্রম করে ও জেতার জেদ নিয়ে অল্প সময়ের মধ্যে যে উন্নতি করেছে নেপাল তা সত্যিই কুর্নিশ যোগ্য।
এবার আপনারা ভাবুন ভারতীয় ক্রিকেটে এ, বি ও সি ক্যাটেগরির ক্রিকেটাররা কত টাকা পায়। সেই তুলনায় নেপালের ক্রিকেটারদের বেতন কিছুই নয়। তারপরও কঠিন পরিশ্রম করে ও জেতার জেদ নিয়ে অল্প সময়ের মধ্যে যে উন্নতি করেছে নেপাল তা সত্যিই কুর্নিশ যোগ্য।
advertisement
advertisement
advertisement