টেস্ট অতীত, এখনও গোলাপি বল হাতে কী করছেন মহারাজ?

Last Updated:
Eeron Roy Barman 
#কলকাতা: গোলাপি টেস্ট অতীত। তবুও টেস্ট এর রেশ কাটছে না। শহরের বেশ কয়েকটি হাই রাইজিংয়ে এখনো জ্বলছে গোলাপি আলো। সিএবিতে ইতিউতি উঁকি দিচ্ছে গোলাপি টেস্টের কাটাউট, বিরাট-মুশফিকুরদের ছবি। এমনকি টেস্টের আমেজ থেকে বেরোতে পারেননি সৌরভও। টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর বুধবার সিএবিতে আসেন সৌরভ। বোর্ড প্রেসিডেন্টের হাতে দেখা যায় গোলাপি বল। সিএবি তরফে এই গোলাপি বল দেয়া হয়েছে বিসিসিআই প্রেসিডেন্টকে। সারাক্ষণ বল হাতে নিয়েই সিএবি তে বসেছিলেন। সিএবি ছেড়ে বেরোনোর সময় সৌরভের হাতে দেখা যায় গোলাপি বল।
advertisement
সিএবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বলতে বল নিয়ে কৌশল করতে থাকেন মহারাজ। বলের সুইং দেখে নিচ্ছিলেন বারবার। বল হাতে তখন যেন নস্ট্যালজিক সৌরভ। বেরোনোর সময় গাড়িতে গাড়িতে বল হাতে লোফালুফি করতে দেখা যায় ভারতের প্রাক্তন অধিনায়ককে। গাড়িতে ওঠার সময় সৌরভ কে জিজ্ঞেস করলে সৌরভ জানান, উপহার হিসেবে দেওয়া হয়েছে, আমার কাছে রেখে দেবো এই বলটা।
advertisement
advertisement
এদিকে শনিবার ভোরে মুম্বাই পাড়ি দিচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট। দুপুরে এপেক্স কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন তিনি। রবিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে থাকবেন সৌরভ। এদিকে দিলীপ ট্রফি নিয়ে সচিনের দেওয়া প্রস্তাবের প্রশ্নে সৌরভ জানান, বিষয়টি নিয়ে ভেবে দেখবেন। প্রসঙ্গত মঙ্গলবার সচিন বলেন, চারদিনের দিলীপ ট্রফিতে পরিবর্তন আনা প্রয়োজন।
এদিকে সিএবি তে টেস্ট ম্যাচের শেষে সুখবর। বোর্ডের থেকে দীর্ঘদিনের বকেয়ার প্রায় কুড়ি কোটি টাকা দ্রুত পেতে চলেছে সিএবি। বুধবার সিএবি কোষাধক্ষ্য দেবাশীষ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট সৌরভের সঙ্গে কথা বলেন। ডিসেম্বরের শুরুতেই টাকা দেওয়া হবে বলে আশ্বাস দেন সৌরভ। দেবাশিস গঙ্গোপাধ্যায় জানান, টেস্টের সময় অনেক খরচ হয়েছে। সেই খরচগুলো আমাদের মেটাতে হবে। সৌরভের কাছে বোর্ডের বকেয়া নিয়ে কথা বললাম। সৌরভ আশ্বাস দিয়েছে দ্রুত টাকা দেওয়া হবে। আমরা সেই থেকে বকেয়া দেব। মাস কয়েক আগে প্রথম দফায় ১০ কোটি ওপরে ৩ কোটি টাকা বোর্ডের থেকে পেয়েছিল সিএবি। এখনও প্রায় ১০০ কোটির বেশি বকেয়া রয়েছে বোর্ডের কাজ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টেস্ট অতীত, এখনও গোলাপি বল হাতে কী করছেন মহারাজ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement