বিশ্বকাপের আগে মাইনে বাড়ছে পাক ক্রিকেটারদের! ভারতের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার অঙ্গীকার বাবরদের

Last Updated:

পাক ক্রিকেটাররা ৪৫% বেতন বাড়ানোর দাবি করেছিলেন পিসিবির কাছে

মাইনে বাড়ল পাকিস্তান ক্রিকেটারদের
মাইনে বাড়ল পাকিস্তান ক্রিকেটারদের
লাহোর: একমাস আগে পাকিস্তানের ক্রিকেটাররা তাদের দেশের ক্রিকেট বোর্ডের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন ধরে তাদের সাথে কেন্দ্রীয় চুক্তি করেনি পাক বোর্ড। তাছাড়া পুরনো মাইনেতে গত দু’বছর খেলতে হয়েছে। তাই বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান ক্রিকেটারদের মন ভাল করার জন্য মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নিল পিসিবি। মনে করা হচ্ছে এর ফলে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে নিজেদের সব কিছু উজাড় করে দেবেন বাবর, রিজওয়ান শাহীন আফ্রিদিরা।
এমনিতে আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। কখনও সৌদি আরব কখনও চিন তাদের সাহায্য করেছে। ক্রিকেটের চাপে পাকিস্তানে হারিয়ে গেছে অন্য খেলা। আগে পৃথিবীর অন্যতম সেরা হকি দল ছিল পাকিস্তান। কিন্তু সেই হকি পাকিস্তানে এখন মৃত প্রায়। সব টাকা যাচ্ছে ক্রিকেটে। ক্রিকেটারদের নতুন চুক্তির পুরো বিষয়টি করা হচ্ছে প্রাক্তন তিন অধিনায়ক মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক ও মহম্মদ হাফিজকে নিয়ে গড়া ক্রিকেট টেকনিক্যাল কমিটির সহায়তায়।
advertisement
advertisement
পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক মিসবাহর নেতৃত্বে এই কমিটি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে। যে কারণে চুক্তি হওয়া নিয়ে আশাবাদী পিসিবি। তবে বাবর জানিয়েছেন শুধু টাকার জন্য নয়, যেহেতু ভারতের মাটিতে বিশ্বকাপ তাই এবার অনেক কিছু প্রমাণের আছে পাকিস্তানের। অযথা মুখে কথা বলে শক্তি ক্ষয় করতে রাজি নন।
advertisement
যা করার মাঠেই করে দেখাবে পাকিস্তান। পাক ক্রিকেটাররা ৪৫% বেতন বাড়ানোর দাবি করেছিলেন। নতুন চুক্তিতে তিন সংস্করণে খেলা ক্রিকেটার, যেমন- বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের মাসে প্রায় মাসে ৪৫ মিলিয়ন পাকিস্তান রুপির (প্রায় ১৫,৯০০ ডলার) প্রস্তাব দেওয়া হতে পারে। যা আগের চুক্তির চেয়ে অনেকটাই বেশি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের আগে মাইনে বাড়ছে পাক ক্রিকেটারদের! ভারতের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার অঙ্গীকার বাবরদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement