পাকিস্তানকে ১০ গোল ভারতের! ক্রিকেট বোর্ডের কামাইয়ে ব্যবধান বেড়ে ৬ গুণ

Last Updated:
ভারতীয় ক্রিকেটের কামাই দেখে জ্বলছে পাকিস্তান
ভারতীয় ক্রিকেটের কামাই দেখে জ্বলছে পাকিস্তান
দুবাই: ক্রিকেট বোর্ডের দুই দেশের পার্থক্য অনেকটাই বড় সেটা জানা ছিল। কিন্তু অঙ্কের বিচারে পার্থক্যটা ঠিক কতটা জানা ছিল না। এবার পরিষ্কার হয়ে গেল। আইসিসির প্রস্তাব অনুযায়ী তাদের মোট লাভের প্রায় ৪০ শতাংশ(৩৮%) পাবে ভারত। ইংল্যান্ড পাবে ৬.৮৯ শতাংশ অর্থাৎ প্রায় ৩৪০ কোটি টাকা। অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ,যা ভারতীয় মুদ্রাতে প্রায় ৩০৮ কোটি টাকা।
পিসিবি ৫.৭৫ শতাংশ অর্থাৎ প্রায় ২৮৪ কোটি টাকা পাবে। আইসিসি-র সব অ্যাসোসিয়েট দেশ মিলিয়ে দেওয়া হবে ৫৫১ কোটি টাকা। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর কথা আগেই জানানো হয়েছে। কারণ ভারত, পাকিস্তানে খেলতে আসবে না। উল্টো পাকিস্তানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে ভারতকে। এমন আবহেই দুই দেশের সাপে নেউলে সম্পর্কে যেন পরোক্ষে ঘৃতাহুতি করেছে আইসিসির আয়ের বা বলা ভাল লভ্যাংশের শেয়ারের নয়া মডেল।
advertisement
আরও পড়ুন -PBKS vs DC: ধরমশালার পাহাড়ে আজ বেঁচে থাকার লড়াই পঞ্জাবের, যাত্রা ভঙ্গ করতে চায় দিল্লি
যেখানে পাকিস্তানের আয় আগের থেকে অনেক বেড়েছে। তবে ভারতকে দেওয়া হবে সিংহভাগ শেয়ার। আর তাতেই চটে লাল পিসিবির কর্তা ব্যক্তিরা। বিসিসিআই প্রতি বছর ১৮৯৫ কোটি টাকা পেতে পারে আইসিসির থেকে বলে জানা গিয়েছে। ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত প্রতি বছর এই টাকা পেতে পারে ভারত। আর এটাই মানতে পারছেন না পিসিবির চেয়ারম্যান নাজম শেঠি।
advertisement
advertisement
আইসিসির এই ‘একপাক্ষিক’ সিদ্ধান্তে চটে লাল পিসিবি। যদিও পিসিবির আয় আগের থেকে অনেকটাই বাড়ছে। তার পরেও ভারত কেন ১৮৯৫ কোটি টাকা পাবে এটাই হজম করতে পারছেন না পিসিবির চেয়ারম্যান। নাজম শেঠি বিষয়টি আইসিসিকে পুনরায় ভেবে দেখার কথাও বলেন। পিসিবি এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয়। জুন মাসে এই নিয়ে আলোচনা হওয়ার কথা।
advertisement
পুরো তথ্য না জানানো হলে আমরা এই প্রস্তাব মানব না। নাজম জানিয়েছেন, ‘ভারতের বেশি টাকা পাওয়া উচিত। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কী ভাবে এই ভাগটা হল তা পরিষ্কার করতে হবে।’ আইসিসির লাভের টাকা বিভিন্ন দেশের বোর্ডকে ভাগ করে দেওয়া হয় দেশগুলোর ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে।
advertisement
তবে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান কি বলছেন সেটা নিয়ে চিন্তিত নয় বিসিসিআই। আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় বাজার ভারত। শুধু টাকার দিক থেকে নয়, ভবিষ্যতের মার্কেটের দিক থেকেও ভারত পাকিস্তানের তুলনা চলে না। তাই বিসিসিআইয়ের পাহাড় প্রমাণ রোজগারে পিসিবির হিংসে হবে সেটাই হয়তো স্বাভাবিক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তানকে ১০ গোল ভারতের! ক্রিকেট বোর্ডের কামাইয়ে ব্যবধান বেড়ে ৬ গুণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement