PBKS vs DC: ধরমশালার পাহাড়ে আজ বেঁচে থাকার লড়াই পঞ্জাবের, যাত্রা ভঙ্গ করতে চায় দিল্লি

Last Updated:
আইপিএলে আজ পঞ্জাব বনাম দিল্লি
আইপিএলে আজ পঞ্জাব বনাম দিল্লি
ধরমশালা: এবারের আইপিএলে পাঞ্জাব কিংস যথেষ্ট দামি দল ছিল। নিলামে বসার সময় প্রচুর টাকা হাতে ছিল তাদের। দলটাও বেশ ভাল করা হয়েছিল। কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট পাওয়া যায়নি। আজ পর্যন্ত আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি প্রীতি জিন্টার দল। তবে ফাইনাল খেলেছে তারা। বুধবার আইপিএলে ফিরতি ম্যাচে মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে রাজধানীর দলটি।
advertisement
তাই সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিংয়ের দিল্লির কাছে ম্যাচটা নিয়মরক্ষার হলেও সম্মান বাঁচানোর লড়াইও বটে। তবে প্রীতি জিন্টার দলের কাছে এই ম্যাচ গুরুত্বপূর্ণ। হারলেই শেষ প্লে-অফে যাওয়ার আশা। তবে কাজটা কঠিন পাঞ্জাবের। কারণ ম্যাচ শুধু জিতলেই চলবে না, রান রেটও বাড়িয়ে রাখতে হবে। তার পরও তাকিয়ে থাকতে হবে চেন্নাই ও মুম্বইয়ের দিকে।
advertisement
আরও পড়ুন – Shubhman Gill: কোহলির বিশাল সার্টিফিকেট শুভমনকে,`পৃথিবীর সেরা ব্যাটসম্যান’ বলছেন বিরাট
কারণ ১২টি ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন শিখর ধাওয়ানরা। শেষে দুটি ম্যাচ জিতলে পঞ্জাব পৌঁছবে ১৬ পয়েন্টে। তার জন্য ব্যাটিং বিভাগ নিয়ে শিখরদের অনেক বেশি সচেতন হতে হবে। কারণ গত সপ্তাহে দিল্লির সঙ্গেই হওয়া শেষ ম্যাচে পঞ্জাবের হয়ে রান পেয়েছিলেন কেবল প্রভসিমরন সিং। তাঁর শতরান ছাড়া বাকিরা ব্যর্থ। বুধবার এমন ঘটনার পুনরাবৃত্তি আর চাইছেন না ধাওয়ান। প্লে-অফে যাওয়ার সুযোগ কাজে লাগাতে মরিয়া পঞ্জাব কিংস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PBKS vs DC: ধরমশালার পাহাড়ে আজ বেঁচে থাকার লড়াই পঞ্জাবের, যাত্রা ভঙ্গ করতে চায় দিল্লি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement