ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরে এবার ‘বুলেট প্রুফ’ বাস কিনল পাকিস্তান !

Last Updated:

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনতে এখন আরও বেশি তৎপর পিসিবি ৷ এর জন্য চার চারটে বুলেটপ্রফ বাসই কিনে ফেলেছেন তাঁরা !

#লাহোর: ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের ক্রিকেটের ছবিটাই একেবারে বদলে গিয়েছে ৷ বহু বছর পর জিম্বাবোয়ে ওয়ান ডে সিরিজ খেলতে লাহোর গেলেও অন্য কোনও দেশই এখন আর পাকিস্তান সফরে যেতে সাহস দেখায় না ৷ কারণ লঙ্কা ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার স্মৃতি এখনও টাটকা গোটা বিশ্বের কাছেই ৷ কিন্তু দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনতে এখন আরও বেশি তৎপর পিসিবি ৷ এর জন্য চার চারটে বুলেটপ্রফ বাসই কিনে ফেলেছেন তাঁরা !
ইএসপিএন-ক্রিকইনফো-কে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি-র এক কর্তা জানিয়েছেন , ‘‘ ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা চারটে বুলেট প্রুফ বাস কিনেছি ৷ দেশে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য ৷ এমনটা হলে অন্য দেশের টিমগুলো পাকিস্তানে ক্রিকেট খেলতে আসতে আগ্রহী হবে ৷ অন্যান্য দেশের বোর্ডগুলিকে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আস্বস্ত করতেই এই বুলেট প্রুফ বাসগুলি আমরা কিনেছি ৷ ’’
advertisement
পাকিস্তান প্রিমিয়ার লিগ গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হয়েছিল ৷ কিন্তু এই টি২০ টুর্নামেন্টকে এবছর নিজেদের দেশেই আয়োজন করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ৷ এর জন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও নিরাপত্তার বিষয় আলোচনা করা হবে ৷ বুলেট প্রুফ বাসগুলি বিদেশি ক্রিকেটারদের পাকিস্তানে আসতে রাজী করাতে সফল হবে বলেই আশা পিসিবি কর্তাদের ৷ কারণ পিসিবি-র এখন একটাই লক্ষ্য , দেশের মাটিতে ফের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চালু করা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরে এবার ‘বুলেট প্রুফ’ বাস কিনল পাকিস্তান !
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement