ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরে এবার ‘বুলেট প্রুফ’ বাস কিনল পাকিস্তান !
Last Updated:
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনতে এখন আরও বেশি তৎপর পিসিবি ৷ এর জন্য চার চারটে বুলেটপ্রফ বাসই কিনে ফেলেছেন তাঁরা !
#লাহোর: ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের ক্রিকেটের ছবিটাই একেবারে বদলে গিয়েছে ৷ বহু বছর পর জিম্বাবোয়ে ওয়ান ডে সিরিজ খেলতে লাহোর গেলেও অন্য কোনও দেশই এখন আর পাকিস্তান সফরে যেতে সাহস দেখায় না ৷ কারণ লঙ্কা ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার স্মৃতি এখনও টাটকা গোটা বিশ্বের কাছেই ৷ কিন্তু দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনতে এখন আরও বেশি তৎপর পিসিবি ৷ এর জন্য চার চারটে বুলেটপ্রফ বাসই কিনে ফেলেছেন তাঁরা !
ইএসপিএন-ক্রিকইনফো-কে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি-র এক কর্তা জানিয়েছেন , ‘‘ ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা চারটে বুলেট প্রুফ বাস কিনেছি ৷ দেশে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য ৷ এমনটা হলে অন্য দেশের টিমগুলো পাকিস্তানে ক্রিকেট খেলতে আসতে আগ্রহী হবে ৷ অন্যান্য দেশের বোর্ডগুলিকে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আস্বস্ত করতেই এই বুলেট প্রুফ বাসগুলি আমরা কিনেছি ৷ ’’
advertisement
পাকিস্তান প্রিমিয়ার লিগ গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হয়েছিল ৷ কিন্তু এই টি২০ টুর্নামেন্টকে এবছর নিজেদের দেশেই আয়োজন করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ৷ এর জন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও নিরাপত্তার বিষয় আলোচনা করা হবে ৷ বুলেট প্রুফ বাসগুলি বিদেশি ক্রিকেটারদের পাকিস্তানে আসতে রাজী করাতে সফল হবে বলেই আশা পিসিবি কর্তাদের ৷ কারণ পিসিবি-র এখন একটাই লক্ষ্য , দেশের মাটিতে ফের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চালু করা ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2016 4:47 PM IST