PBKS vs LSG: ব্যাটে-বলে দুরন্ত পঞ্জাব কিংস! লখনউকে উড়িয়ে প্লেঅফের খুব কাছে শ্রেয়স আইয়ারের দল

Last Updated:

PBKS vs LSG IPL 2025: আইপিএলে নিজেদের দুরন্ত ফর্ম ধরে রাখল পঞ্জাব কিংস। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কার্যত একতরফা ম্যাচে হারিয়ে প্লেঅফের খুব কাছে চলে গেল শ্রেয়স আইয়ারের দল।

(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
আইপিএলে নিজেদের দুরন্ত ফর্ম ধরে রাখল পঞ্জাব কিংস। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কার্যত একতরফা ম্যাচে হারিয়ে প্লেঅফের খুব কাছে চলে গেল শ্রেয়স আইয়ারের দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রানের বিশাল স্কোর করে পঞ্জাব। সর্বোচ্চ ৪৮ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখেন শ্রেয়স আইয়ার, শশাঙ্ক সিং, জস ইংলিশরা। জবাবে লখনউ ইনিংশ শেষ হয় ১৯৯ রানে। ব্যর্থ যায় আয়ূশ বাদোনির লড়াই। ফের এই ম্যাচে ব্যর্থ ২৭ কোটির ঋষভ পন্থ। এই ম্যাচে হারের ফলে এলএসজির আগামী ৩টি ম্যাচ ডু অর ডাই।
ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু বোলারা তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন। প্রিয়াংশ আর্য শুরুতে আউট হলেও জস ইংলিশ প্রভসিমরন সিং মারকাটারি ব্যাটিং শুরু করেন। ১৪ বলে ৩০ করে আউট হন ইংলিশ। মায়াঙ্ক যাদবের এক ওভারে ৩টি ছয় মারেন ইংলিশ। তিনি আউট হওয়ার পর ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার।
advertisement
প্রভসিমরন ও শ্রেয়স জুটি ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যায় দলের স্কোরবোর্ড। ৭৮ রানের পার্টনারশিপ করে দলের বড় স্কোরের ভিত গড়ে দেন। শ্রেয়স ২৫ বলে ৪৫ রান করে আউট হন। এরপর একদিক থেকে প্রভসিমরন সিং নিজের ইনিংস চালিয়ে যান। একাধিক চোখ ধাঁধানো শট খেলেন। অপরিদিকে, যারাই এসেছে ঝড়ের গতিতে রান তুলতে থাকে। নেহাল ওয়াধরা ৯ বলে ১৬ করে আউট হন। প্রভসিমরন করেন ৯১। শেষের দিকে, ১৫ বলে ৩৩ ও ৫ বলে ১৫ করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ও মার্কাস স্টয়নিস।
advertisement
advertisement
২৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় এলএসজি। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া হয়ে যায় লখনউয়ের। একটা সময় ৭৩ রানের মধ্যে লখনউ সুপার জায়ান্টসের হাফ দল সাজঘরে ফেরত চলে যায়। এডান মার্করাম ১৩, মিচেল মার্শ ০, নিকোলাস পুরান ৬, ডেভিড মিলার ১১ রান করে আউট হন।
advertisement
ধুকতে থাকা ইনিংসের রাশ ধরেন আয়ূশ বাাদোনি ও আবদুল সামাদ। আক্রমণাত্মক ব্যাটিং করে ৮১ রানের পার্টনারশিপ করেন দুজনে। বেশ কিছু অনবদ্য শট খেলেন বাদোনি ও সামাদ। আবদুল সামাদ ২৪ বলে ৪৫ রান করে আউট হন। কবে দলকে কার্যত একা টানেন বাদোনি। ৪০ বলে ৭৪ রানের লড়াকু ইনিংস খেললেও টপ অর্ডারের ব্যর্থতার জেরে তা কাজে আসেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান করে এলএসজি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PBKS vs LSG: ব্যাটে-বলে দুরন্ত পঞ্জাব কিংস! লখনউকে উড়িয়ে প্লেঅফের খুব কাছে শ্রেয়স আইয়ারের দল
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement