Andre Russell: বন্দুক হাতে রাসলের স্ত্রী! একের পর এক গুলিতে করছেন ঝাঝরা! ভাইরাল ভিডিও

Last Updated:
Andre Russell: রাসেল রানে ফিরতেই ফের চর্চায় ক্যারিবিয়ান তারকা লাস্যময়ী বউ জেসিম লরা। সুপার হট মডেল জেসিম লরা তিনিও নেট দুনিয়ায় আগুনে ছবি দিয়ে ঝড় তোলেন।
1/5
খারাপ সময় কাটিয়ে আইপিলে রানে ফিরেছেন আন্দ্রে রাসেল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কঠিন সময়ে দলের হয়ে খেলেছেন ২৫ বলে ৫৭ রানের ইনিংস। (Photo Courtesy- AP)
খারাপ সময় কাটিয়ে আইপিলে রানে ফিরেছেন আন্দ্রে রাসেল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কঠিন সময়ে দলের হয়ে খেলেছেন ২৫ বলে ৫৭ রানের ইনিংস। (Photo Courtesy- AP)
advertisement
2/5
রাসেল রানে ফিরতেই ফের চর্চায় ক্যারিবিয়ান তারকা লাস্যময়ী বউ জেসিম লরা। সুপার হট মডেল জেসিম লরা তিনিও নেট দুনিয়ায় আগুনে ছবি দিয়ে ঝড় তোলেন।
রাসেল রানে ফিরতেই ফের চর্চায় ক্যারিবিয়ান তারকা লাস্যময়ী বউ জেসিম লরা। সুপার হট মডেল জেসিম লরা তিনিও নেট দুনিয়ায় আগুনে ছবি দিয়ে ঝড় তোলেন।
advertisement
3/5
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে বন্দুক হাতে রাসেলর স্ত্রী জেসিম লরা। পিছন থেকে তোলা হয়েছে ছবি ও ভিডিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে বন্দুক হাতে রাসেলর স্ত্রী জেসিম লরা। পিছন থেকে তোলা হয়েছে ছবি ও ভিডিও।
advertisement
4/5
ভিডিওতে দেখা যায় সামনে একের পর এক গুলি চালিয়ে ঝাঝরা করছেন জেসিম লরা। আসলে রাসেলের স্ত্রী শুটিং অনুশীলন করছিলেন। সেখানেই টার্গেট সেট করে গুলি চালাচ্ছেন তিনি।
ভিডিওতে দেখা যায় সামনে একের পর এক গুলি চালিয়ে ঝাঝরা করছেন জেসিম লরা। আসলে রাসেলের স্ত্রী শুটিং অনুশীলন করছিলেন। সেখানেই টার্গেট সেট করে গুলি চালাচ্ছেন তিনি।
advertisement
5/5
জেসিম লরার এই ভিডিও এবং ছবি নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ফলে মাঠে ব্যাট হাতে শুধু রাসেলই আগুন ঝরান না, তাঁর স্ত্রীও কোনও অংশে কমতি নয়।
জেসিম লরার এই ভিডিও এবং ছবি নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ফলে মাঠে ব্যাট হাতে শুধু রাসেলই আগুন ঝরান না, তাঁর স্ত্রীও কোনও অংশে কমতি নয়।
advertisement
advertisement
advertisement