Indian Hockey Team: কাটল না ৪৪ বছরের খরা! হকির সেমিতে হার ভারতের, সুযোগ ব্রোঞ্জ জয়ের

Last Updated:

Indian Hockey Team: কাটল না ৪৪ বছরের খরা। ১৯৮০ সালে শেষবার অলিম্পিক্স হকিতে ফাইনাল খেলেছিল ভারত। শেষ গোল্ড জয়ও সেইবার। তারপর থেকে ভারতীয় হকি দলের ফাইনাল খেলার স্বপ্ন অধরা থেকে গেল এবারও।

প্যারিস: কাটল না ৪৪ বছরের খরা। ১৯৮০ সালে শেষবার অলিম্পিক্স হকিতে ফাইনাল খেলেছিল ভারত। শেষ গোল্ড জয়ও সেইবার। তারপর থেকে ভারতীয় হকি দলের ফাইনাল খেলার স্বপ্ন অধরা থেকে গেল এবারও। সেমিফাইনালে জার্মানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলে হারতে হল ভারতীয় হকি দলকে। টোকিও-র মতই প্যারিসে এবার ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে হরমনপ্রীতদের সামনে।
এদিন সেমফাইনালে শুরুটা ভালই করেছিল ভরত। ম্যাচের ৭ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছে হকি টিম ইন্ডিয়া। পোনাল্টি কর্ণার থেকে গোল করে দেশকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। গোল হজম করার পরও আক্রমণের চাপ বাড়াতে থাকে জার্মানি। যার ফলে বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি। পেনাল্টি কর্ণার থেকেই গোল করে জার্মানিকে সমতায় ফেরান গঞ্জালো পেইলাট।
advertisement
দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই দাপট দেখাতে থাকে জার্মান দল। তবে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন ললিত উপাধ্যায়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে ক্রিস্টোফাল রুহের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর গোল শোধ করার জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে ভারত। তৃতীয় কোয়ার্টারেই সুখজিত সিংয়ের গোলে ম্যাচে সমতায় ফেরে ভারত।
advertisement
advertisement
চতুর্থ কোয়ার্টারের দুই দলের লড়াই অন্য মাত্রায় পৌছায়। তবে রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে ভারত ও জার্মানি। ম্যাচ শেষ হতে তখন বাকি মিনিট সাতেক। অনেকেই ধরে নিয়েছিল ম্যাচ পেনাল্টি শুটআউটের দিকেই গড়াচ্ছে। কিন্তু সেই সময় সুখজিত সিংয়ের গোলে ম্যাচে সমতা এগিয়ে যায় জার্মানরা। শেষ কয়েক মিনিট মরিয়া চেষ্টা করলেও আর গোলের মুখ খুলতে পারেনি ভারত।
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Hockey Team: কাটল না ৪৪ বছরের খরা! হকির সেমিতে হার ভারতের, সুযোগ ব্রোঞ্জ জয়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement