প্যারা অ্যাথলিট হয়েও সাধারণদের সঙ্গে লড়াই, অদম্য জেদ ও ইচ্ছেশক্তিতে ইতিহাস গড়লেন শীতল দেবী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sheetal Devi: নতুন ইতিহাস রচনা করলেন প্যারা অ্যাথলিট শীতল দেবী। জম্মু ও কাশ্মীরের ১৮ বছর বয়সী প্যারা অ্যাথলিট আবারও প্রমাণ করেছেন, প্রতিভা ও অধ্যবসায়ের সামনে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়।
নতুন ইতিহাস রচনা করলেন প্যারা অ্যাথলিট শীতল দেবী। জম্মু ও কাশ্মীরের ১৮ বছর বয়সী প্যারা অ্যাথলিট আবারও প্রমাণ করেছেন, প্রতিভা ও অধ্যবসায়ের সামনে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। জন্ম থেকেই দুই হাতবিহীন শীতল তিরন্দাজিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়। এবার তিনি ইতিহাস গড়তে চলেছেন, কারণ একজন প্যারা অ্যাথলিট হয়েও তিনি প্রথমবারের মতো সক্ষম খেলোয়াড়দের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর এই সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং সমগ্র দেশের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।
সম্প্রতি জাতীয় নির্বাচনী ট্রায়ালে শীতল দেবী অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৬০ জনেরও বেশি সক্ষম তিরন্দাজ অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও শীতল ৭০৩ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান দখল করেন — প্রথম রাউন্ডে ৩৫২ ও দ্বিতীয় রাউন্ডে ৩৫১ পয়েন্ট পেয়ে। ফাইনাল তালিকায় তেজল সালভে প্রথম, বৈদেহী যাধব দ্বিতীয় এবং শীতল তৃতীয় হন। মাত্র ০.২৫ পয়েন্টের ব্যবধানে তিনি জ্ঞানেশ্বরীকে পরাজিত করেন।
advertisement
এই সাফল্যের ফলে শীতল দেবী সক্ষম অ্যাথলিটদের জুনিয়র দলে সুযোগ পেয়েছেন। তিনি এখন জেড্ডায় অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের তৃতীয় ধাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন। তুরস্কের আজোনুর কুর গির্দি, যিনি নিজেও একজন প্যারা অ্যাথলিট হয়েও সক্ষম প্রতিযোগিতায় অংশ নেন, তাঁর কাছ থেকেই শীতল অনুপ্রেরণা পেয়েছেন।
advertisement
When I started competing, I had a small dream – to one day compete alongside the able-bodied and win medals ♥️ I didn’t make it at first, but I kept going, learning from every setback.
Now, that dream is one step closer. 🌟
In the Asia Cup trials, I secured Rank 3 and will now… pic.twitter.com/q0v3wgKKfC
— SheetalArcher (@ArcherSheetal) November 7, 2025
advertisement
নিজের এই সাফল্যে শীতল দেবী আবেগাপ্লুত। তিনি বলেন, “খেলা শুরু করার পর থেকেই আমার স্বপ্ন ছিল একদিন সক্ষম খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করা। বহুবার ব্যর্থ হয়েছি, কিন্তু হাল ছাড়িনি। আজ সেই স্বপ্ন পূরণের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।” তাঁর এই অদম্য লড়াই ও মনোবল ভারতের প্রতিটি তরুণ-তরুণীর জন্য এক জীবন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2025 1:15 PM IST

