বল করছে বাবর-রিজওয়ান, ব্যাটিংয়ে শাহিন আফ্রিদি, ফাইনালের আগে অনুশীলনে চমক পাকিস্তানের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌছেছে পাকিস্তান ও ইংল্যান্ড। রবিবার মেলবোর্নে মুখোমুখি বাবর আজম ও জস বাটলারের দল। ফাইনালের আগে পাকিস্তানের অনুশীলন অবাক করল ক্রিকেট প্রেমিদের।
#মেলবোর্ন: ২০০৯ সালে শেষবার টি-২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ১৩ বছর পর আরও একবার ক্রিকেটে সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্বজয়ের হাতছানি বাবর আজমদের সামনে। সামনে প্রবল প্রতিপক্ষ ইংল্যান্ড হলেও ফাইনালে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ পাক দল। তাই মেগা ফাইনালের আগে বিশেষ অনুশীলন সারল গোটা দল। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদের অনুশীলন একটু অবাকই করেছে সকলকে।
ফাইনালের আগে অনুশীলনে কোনও খামতি রাখছে না বাবর আজমের দল। যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করছেন। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাটিং অনুশীলন করছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। আর তাকে বোলিং করছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেন শাহিন আফ্রিদি সহ অন্যান্য বোলাররা।
advertisement
Pakistan seems to have changed their strategy for the final. 😅 Here's Babar Azam and Mohammad Rizwan bowling to Shaheen Shah Afridi in the nets! 📹: ESPNCricinfo | #T20WorldCuppic.twitter.com/YNCeO0mNkw
— Grassroots Cricket (@grassrootscric) November 11, 2022
advertisement
আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে দলের কাছ থেকে টোটাল ক্রিকেট চাইছে পাকিস্তানের কোচ সাকলাইন মুস্তাক ও মহম্মদ ইউসুফ। তাই দলে স্পেশালিস্ট বিভাগের ক্রিকেটার অর্থাৎ ব্যাটারদের কাছ থেকে শুধু ব্যাট, বোলারদের কাছ থেকে শুধু বোলিং, এমন ভাবনা থেকে দলকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন। ফাইনালের মত বড় ম্যাচে ক্রিকেটারদের সবরকম পরিস্থিতির জন্য তৈরি রাখতে চাইছেন পাক কোচিং স্টাফ।
advertisement
প্রসঙ্গত, ফাইনালের আগে দুই দল কঠিন অনুশীলন করলেও চিন্তায় রয়েছে সকলেই। সেই কারণ প্রতিপক্ষের থেকে বেশি মেলবোর্নের আবহাওয়া। কারণ হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী মেলবোর্নে রবিবার একশো শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী রিজার্ভ ডে-তেও ৯৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে খেলা হওয়া নিয়ে আশঙ্কায় পাকিস্তান ও ইংল্যান্ড দুই দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2022 3:02 PM IST