নতুন নিয়ম টি-২০ বিশ্বকাপ ফাইনালে, তারপরও চিন্তায় পাকিস্তান ও ইংল্যান্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌছেছে পাকিস্তান ও ইংল্যান্ড। রবিবার মেলবোর্নে মুখোমুখি বাবর আজম ও জস বাটলারের দল। তার আগে ফাইনালের জন্য নতুন নিয়ম করল আইসিসি।
#মেলবোর্ন: রবিবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। ১৯৯২-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি ঘটাবে বাবর আজমের দল না সেই হারের বদলা নেবে জস বাটলার ব্রিগেড, তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। কিন্তু ফাইনালের আগে দুই দল, আইসিসি ও ক্রিকেট প্রেমিদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেলবোর্নের আবহাওয়া। যার কারণে বাধ্য হয়ে নিয়ম পরিবর্তন করতে হল আইসিসিকে।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী রবিবার মেলবোর্নে একশো শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর রিজার্ভ ডে সোমবারে বৃষ্টির পূর্বভাস রয়েছে ৯৫ শতাংশ। তাই বৃষ্টির কারণে ম্যাচ শুরু করতে দেরি হতে পারে। তাই শুধুমাত্র ফাইনালের জন্য খেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করার জন্য মোট ৫ ঘণ্টা ১০ মিনিট সময় থাকত। সোমবার অতিরিক্ত ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। অর্থাৎ, ৭ ঘণ্টা ১০ মিনিট সময় থাকবে খেলা শেষ করার। এছাড়া আইসিসি আগেই জানিয়ে দিয়েছিল ফাইনাল ম্যাচের ফলাফলের জন্য ১০ ওভার করে খেলা হতে হবে। এমন সময় যেই নিয়ম ৫ ওভারের থাকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার ও সোমবার ৮ থেকে ২০ মিলিমিটার এবং ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে শহরের একাধিক জায়গা। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। ফলে হাওয়া অফিসের রিপোর্ট মাথায় চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তান ও ইংল্যান্ড দলের। আইসিসির নিয়ম অনুযায়ী রবি ও সোম দুদিনেও খেলা করা সম্ভব না হলে দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2022 12:59 PM IST