Blast In pakistan: ক্রিকেট ম্যাচ চলাকালীন ভয়ঙ্কর বিস্ফোরণ, খেলার মাঠে ছড়িয়ে-ছিটিয়ে ক্ষতবিক্ষত মানুষ, প্রাণ গেল একজনের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pakistan Blast- 'ডন' সংবাদপত্র সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবার এক ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমা বিস্ফোরণ হয়েছে।
কলকাতা: পাকিস্তানে আবার বড়সড় ঘটনা। ক্রিকেট ম্য়াচ চলাকালীন প্রবল বিস্ফোরণ। প্রাণ হারালেন একজন।
‘ডন’ সংবাদপত্র সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবার এক ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‘ডন’ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, এই বিস্ফোরণ পাকিস্তানের বাজউর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট মাঠে ঘটে। জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হামলা ছিল। এই হামলাটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) এর মাধ্যমে ঘটানো হয়।
advertisement
advertisement
পুলিশ কর্মকর্তার মতে, এই হামলায় মাঠে উপস্থিত একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, এবং শিশু-সহ আরও অনেকে আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা কারা করেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন- আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ৫টি ম্যাচেই হাফ সেঞ্চুরি! ক্রিকেট দুনিয়া পেল নতুন তারকা!
পুলিশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি পুলিশ থানাতেও হামলা চালিয়েছে। তারা থানা লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। কিন্তু গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় কোনও ক্ষতি হয়নি। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এমন হামলার কারণ কী, তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 11:11 AM IST