World Record: আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ৫টি ম্যাচেই হাফ সেঞ্চুরি! ক্রিকেট দুনিয়া পেল নতুন তারকা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Matthew Breetzke Create Unique World Record: দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনার ম্যাথিউ ব্রিটজকে তার কেরিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডে ইনিংসেই হাফ সেঞ্চুরি বা তার বেশি রান করে গড়েছেন অনন্য এক বিশ্বরেকর্ড।
দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনার ম্যাথিউ ব্রিটজকে তার কেরিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডে ইনিংসেই হাফ সেঞ্চুরি বা তার বেশি রান করে গড়েছেন অনন্য এক বিশ্বরেকর্ড। তিনি ভেঙেছেন ভারতের প্রাক্তন ওপেনার নভজ্যোত সিং সিধুর রেকর্ড। যিনি একসময় তার প্রথম চার ইনিংসে ফিফটি করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় ওয়ানডেতে ব্রিটজকে ৮৫ রানের ইনিংস খেলেন, যা তার টানা পঞ্চম ফিফটি-প্লাস স্কোর।
ব্রিটজকে তার ওয়ানডে অভিষেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ১৫০ রান। এরপর পাকিস্তানের বিপক্ষে ৮৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুটি ম্যাচে ৫৭ ও ৮৮ রান করেন। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তিনি জোফ্রা আর্চারের দুর্দান্ত ইয়র্কারে এলবিডব্লিউ হন ৮৫ রানে। আর এই ইনিংসের সৌজন্যেই ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন প্রোটিয়াদের তরুণ তারকা।

advertisement
advertisement
এই ধারাবাহিকতায় ব্রিটজকে নাম লেখান দক্ষিণ আফ্রিকার লিজেন্ডদের তালিকায়, যারা টানা পাঁচটি ওয়ানডে ইনিংসে ৫০ বা তার বেশি রান করেছেন। এই তালিকায় আগে থেকেই আছেন জন্টি রোডস (২০০০–০১), কুইন্টন ডি কক (২০১৭ ও ২০১৯), এবং হেইনরিখ ক্লাসেন (২০২৪–২৫)। একের পর এক অনবদ্য ইনিংস খেলে ব্রিটজকে অল্প সময়েই হয়ে উঠছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ক্রিকেটের নতুন ভরসা।
advertisement
প্রসঙ্গত, দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড মাত্র ১৩১ রানে অলআউট হয়ে সাত উইকেটে হারে দক্ষিণ আফ্রিকার কাছে। লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৩৩০ রান করে। জবাবে রুদ্ধশ্বাস ম্যাচে ৩২৫ রান করে ইংল্যান্ড। ৫ রানে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজ ২-০ জিতে নিয়েছে প্রোটিয়ারা।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 3:22 PM IST