৪১ বছর বয়সে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ৪১ সেঞ্চুরির মালিক, মাতৃভূমি নয় খেলবেন মায়ের দেশের হয়ে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ross Taylor Break Retirement: নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রস টেলর চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেভে কামব্যাকের ঘোষণা করেছেন।
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রস টেলর চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেভে কামব্যাকের ঘোষণা করেছেন। তবে এবার তিনি খেলবেন না তার মাতৃভূমি নিউজিল্যান্ডের হয়ে, বরং তার মায়ের দেশ সামোয়ার প্রতিনিধিত্ব করবেন। টেলর ২০২৬ টি২০ বিশ্বকাপের কোয়ালিফায়ারে সামোয়ার হয়ে খেলবেন। ৪১ বছর বয়সি এই অভিজ্ঞ ব্যাটসম্যান এক সময় নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় রস টেলর লিখেছেন, “আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমি সামোয়ার হয়ে খেলব। এটা শুধু ক্রিকেটে ফিরে আসা নয়, এটা আমার সংস্কৃতি, আমার শিকড় ও পরিবারের প্রতিনিধিত্ব করার বিষয়।” তিনি আরও জানান, তিনি খেলার মাধ্যমে নিজ অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করে নিতে চান এবং সামোয়ান ক্রিকেটে অবদান রাখতে চান।
advertisement
টেলর নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৪৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ১১২টি টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ডের হয়ে তিনি ২০২২ সালের শুরুতে শেষ ম্যাচ খেলেন। এপ্রিলে তিনি সামোয়ার হয়ে খেলার জন্য যোগ্যতা অর্জন করেন। তিনি পূর্বে ভেবেছিলেন কোচিংয়ের মাধ্যমে খেলায় অবদান রাখবেন, কিন্তু ফের খেলার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।
advertisement
advertisement
রস টেলর অক্টোবর মাসে ওমানে অনুষ্ঠিত হতে চলা এশিয়া-প্যাসিফিক টি২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারে মাঠে নামবেন। সামোয়া, ওমান ও পাপুয়া নিউ গিনি একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনটি গ্রুপের মধ্যে প্রতিটির শীর্ষ দুই দল যাবে সুপার সিক্সে। সেখান থেকে সেরা তিনটি দল ২০২৬ সালের টি২০ বিশ্বকাপে খেলবে, যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 2:21 PM IST