Asia Cup 2025: ধূসর চুল সঙ্গে কালো দাড়ি, এশিয়া কাপের আগে ঝড় তুলল হার্দিকের নিউ লুক

Last Updated:
Hardik Pandya New Look Ahead Of Asia Cup 2025: ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এশিয়া কাপ ২০২৫-এর আগে তার নতুন স্টাইল প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন।
1/6
ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এশিয়া কাপ ২০২৫-এর আগে তার নতুন স্টাইল প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এশিয়া কাপ ২০২৫-এর আগে তার নতুন স্টাইল প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
advertisement
2/6
শুক্রবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি চুলে ধূসর রঙ করে আগের মতোই সাইড ফেড কাট বজায় রেখেছেন। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
শুক্রবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি চুলে ধূসর রঙ করে আগের মতোই সাইড ফেড কাট বজায় রেখেছেন। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
advertisement
3/6
তার পরিপাটি করে ছাঁটা কালো দাড়ি ধূসর চুলের সঙ্গে এক দারুণ কনট্রাস্ট তৈরি করেছে, যা তাকে দিয়েছে এক ঝকঝকে ও আকর্ষণীয় চেহারা। (Photo Courtesy- Hardik Pandya Instagram)

তার পরিপাটি করে ছাঁটা কালো দাড়ি ধূসর চুলের সঙ্গে এক দারুণ কনট্রাস্ট তৈরি করেছে, যা তাকে দিয়েছে এক ঝকঝকে ও আকর্ষণীয় চেহারা। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
advertisement
4/6
ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের ছবি শেয়ার করে ক্যাপশনে ক্যাপশনে লিখেছেন, “নতুন আমি!”, যা তার নতুন শুরুর বার্তা বহন করে। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের ছবি শেয়ার করে ক্যাপশনে ক্যাপশনে লিখেছেন, “নতুন আমি!”, যা তার নতুন শুরুর বার্তা বহন করে। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
advertisement
5/6
হার্দিকের নিউ লুক দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য ভক্ত তার নতুন লুকের প্রশংসা করেন ও এশিয়া কাপে তার শক্ত প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানান। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
হার্দিকের নিউ লুক দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য ভক্ত তার নতুন লুকের প্রশংসা করেন ও এশিয়া কাপে তার শক্ত প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানান। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
advertisement
6/6
হার্দিক ভারতীয় দলের সঙ্গে দুবাইয়ে পৌঁছেছেন। ভারত ১০ সেপ্টেম্বর ইউএই ,১৪ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৯ তারিখ ওমানের বিরুদ্ধে মাঠে নামবে। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
হার্দিক ভারতীয় দলের সঙ্গে দুবাইয়ে পৌঁছেছেন। ভারত ১০ সেপ্টেম্বর ইউএই ,১৪ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৯ তারিখ ওমানের বিরুদ্ধে মাঠে নামবে। (Photo Courtesy- Hardik Pandya Instagram)
advertisement
advertisement
advertisement