বাবা হলেন শোয়েব আখতার, ৪৮ বছর বয়সে ঘরে 'নতুন অতিথি', নামও জানালেন সন্তানের

Last Updated:

Shoaib Akhtar becomes father: ৪৮ বছর বয়সী শোয়েব আখতার তৃতীয়বার বাবা হলেন। ইনস্টাগ্রামে ৪৮ বছর বয়সী শোয়েব বলেছেন, মিকাইল এবং মুজাদ্দিদের এখন থেকে একটি ছোট বোন আছে। আমাদের মেয়ে ঘরে এসেছি। নুরে আলি আখতারকে শুভেচ্ছা জানাচ্ছি। ওর জন্য সবাই দোয়া করবেন।’

করাচি: স্ত্রীর সঙ্গে তাঁর বয়সের তফাত ২০ বছরের। তবুও জমজমাট লাভ স্টোরি পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতারের। মাঠে তিনি যতই ডাকাবুকো হোন, স্ত্রীর সঙ্গে তিনি রোম্যান্টিক। ৪৮ বছর বয়সী শোয়েব আখতার তৃতীয়বার বাবা হলেন।
দাম্পত্য জীবন তাঁর সুখের। সেটা বারবার বলে এসেছেন শোয়েব। এবার ইনস্টাগ্রামে ৪৮ বছর বয়সী শোয়েব বলেছেন, মিকাইল এবং মুজাদ্দিদের এখন থেকে একটি ছোট বোন আছে। আমাদের মেয়ে ঘরে এসেছি। নুরে আলি আখতারকে শুভেচ্ছা জানাচ্ছি। ওর জন্য সবাই দোয়া করবেন।’
আরও পড়ুন- IPL 2024: বলুন তো, আইপিএলের ইতিহাসে কে ৬ বলে ৬টি চার মেরেছেন? তালিকায় রয়েছে ২ জন
২০১৪ সালের ২৫ জুন রুবাব খান নামের এক মহিলাকে বিয়ে করেন শোয়েব আখতার। তিনি শোয়েবের থেকে প্রায় ২০ বছরের ছোট। এখন তাঁদের ঘরে রয়েছে তিনটি সন্তান। ২০১৬ সালে তাঁদের প্রথম ছেলে মিকাইলের জন্ম হয়। ২০১৯ সালে দ্বিতীয়বার বাবা হন গতির রাজা। ওই সময়ও দ্বিতীয়বার ছেলে হয় তাঁদের।
advertisement
advertisement
শোয়েব আখতার অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। বরাবরের মতো এখনও তিনি ঠোঁটকাটা। পাকিস্তান ক্রিকেটে পান থেকে চুন খসলে তিনি গর্জে ওঠেন। শোয়েব আখতারকে তার জন্য সমালোচনাও হজম করতে হয়।
যখন খেলতেন, তখন তাঁর গতি ব্যাটারদের হাঁটু কাঁপিয়ে দিত। আর এখন দুর্নীতির বিরুদ্ধে তাঁর গর্জে ওঠা অনেকের রাতের ঘুম ছুটিয়ে দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে কথা বলতেও তিনি পিছপা হন না। বোর্ড ও বোর্ডের কর্তাদের মাঝেমধ্যেই ধুয়ে দেন।
advertisement
আরও পড়ুন- আই লিগের খেলা হবে অশোকনগরে, বদলে যাবে স্টেডিয়াম! স্বপ্ন দেখছেন ক্রীড়া প্রেমীরা
১৯৯৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় শোয়েব আখতারের। ২০১১ বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেন তিনি। ৪৬টি টেস্ট ম্যাচে ১৭৮টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। ১৬৩টি ওয়ানডে ম্যাচে ২৪৭টি উইকেট তুলেছেন। ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯টি উইকেট শিকার করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাবা হলেন শোয়েব আখতার, ৪৮ বছর বয়সে ঘরে 'নতুন অতিথি', নামও জানালেন সন্তানের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement