North 24 Parganas News: আই লিগের খেলা হবে অশোকনগরে, বদলে যাবে স্টেডিয়াম! স্বপ্ন দেখছেন ক্রীড়া প্রেমীরা

Last Updated:

North 24 parganas: মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই নতুন ভাবে সেজে উঠবে অশোকনগর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গন। কলকাতা লিগ সহ মোহনবাগান, ইস্টবেঙ্গল প্রথম সারির ফুটবল খেলা দেখা যাবে।

+
অশোকনগর

অশোকনগর স্টেডিয়াম

উত্তর ২৪ পরগনা: মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই নতুন ভাবে সেজে উঠবে অশোকনগর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গন। কলকাতা লিগ সহ মোহনবাগান, ইস্টবেঙ্গল প্রথম সারির ফুটবল খেলা দেখা যাবে জেলা সদর শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বের এই স্টেডিয়ামে। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন বা নৈহাটি স্টেডিয়ামে আই লিগ থেকে শুরু করে আইএফএ শিল্ড সহ যে ধরনের প্রথম সারির খেলার আয়োজন করা হয়, সেই একই রকম খেলা দেখা যাবে অশোকনগর স্টেডিয়ামে বলেই জানিয়েছেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ন গোস্বামী।
এতদিন অশোকনগর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনের দায়িত্বে ছিল অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন। তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী মাঠের দায়িত্ব নিয়েছে অশোকনগর কল্যাণগড় পুরসভা। তা নিয়েও তৈরি হয়েছে বিস্তর জটিলতা। এরই মাঝে অশোকনগর স্টেডিয়ামকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে ক্রীড়া প্রেমীরা। বিধায়ক জানান, উন্নত পরিকাঠামো সহ গ্যালারির সংস্কার করে যাতে কলকাতা লীগের মতো খেলা অশোকনগরের ক্রীড়া-প্রেমীদের উপহার দেওয়া যায় সেই লক্ষ্যেই এগোচ্ছে প্রশাসন।
advertisement
advertisement
ফলে আগামী এক দেড় বছরের মধ্যেই আমুল বদলে যাবে অশোকনগর বিধান চন্দ্র রায় ক্রীড়াঙ্গনের ছবি। বছরে কিছু প্রতিযোগিতা ও অশোকনগর উৎসব ছাড়া এমনি সময় ফাঁকাই পড়ে থাকে এই স্টেডিয়াম। কিছু ক্ষেত্রে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। তবে এবার প্রশাসনিক হস্তক্ষেপে ঘাস থেকে শুরু করে অত্যাধুনিক করে তোলা হবে এই ঐতিহ্যবাহী স্টেডিয়াম।
advertisement
ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নানা ভাবনা-চিন্তাও শুরু করা হয়েছে বলে খবর। বিভিন্ন দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তেজনার পারদ চড়বে এই স্টেডিয়ামে এমনটাই আসা বিধায়ক সহ অশোকনগরের ক্রীড়া প্রেমী মহলের। এখন কত দ্রুত এই স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয় সেদিকেই নজর অশোকনগরবাসীদের।
Rudra Nrayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আই লিগের খেলা হবে অশোকনগরে, বদলে যাবে স্টেডিয়াম! স্বপ্ন দেখছেন ক্রীড়া প্রেমীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement